নিজস্ব সংবাদদাতা :- একুশে বিধানসভা ভোটকে সামনে রেখে শুরু হয়েছে রাজনৈতিক কৌশল .এবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এলেন ফুরফরা শরীফ দেখা করলেন আব্বাস সিদ্দিকীর সঙ্গে .করলেন একান্ত বৈঠক .বললেন সৌজন্য সাক্ষাৎ দোওয়া নিতে এসেছি।
আব্বাস সিদ্দিকীর সঙ্গে একান্ত বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান ।মঙ্গলবার বিকালে ফুরফুরা শরীফে আসেন প্রদেশ কংগ্রেসের এই দুই শীর্ষ নেতা প্রথমে তারা ফুরফুরা শরীফের পীর আবু ইব্রাহিম সিদ্দিকী সঙ্গে সাক্ষাৎ করেন পরে ফুরফুরা শরীফের সবচেয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন ,উল্লেখ্য আগামী বিধানসভা নির্বাচনে ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন আব্বাস সিদ্দিকী, আগামী ডিসেম্বর মাসে রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত হবে বলে সে কথা আগেই জানিয়েছেন আব্বাস সিদ্দিকী, তার সেই দলের সঙ্গে বাম কংগ্রেসের জোট এর বিষয়টি উঠে আসে বলে সূত্রের খবর । যদিও এই বৈঠক নিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভোটের আগে দোওয়া নিতে আসেন ঠিক তেমনি উনারা এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ ও দোয়া নিতে, ফুরফুরা শরীফের দরজা সকলের জন্য খোলা যেকোনো রাজনৈতিক দলের নেতারা যারা মানুষের জন্য উন্নয়ন চান মানুষের মধ্যে কোন রকম বিভেদ সৃষ্টি করেন না তাদের সকলের জন্য ফুরফুরা শরীফের দরজা সব সময় খোলা।