গঙ্গারামপুর এর সভা থেকে মোদিকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করলেন রাজ্য আইএনটিটিইউসি সভানেত্রী দোলা সেন

Spread the love

গঙ্গারামপুর এর সভা থেকে মোদিকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করলেন রাজ্য আইএনটিটিইউসি সভানেত্রী দোলা সেন।

ধ্রুবজ্যোতি মহন্ত, দক্ষিণ দিনাজপুর

মোদিকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করলেন INTTUC রাজ্য সভানেত্রী দোলা সেন। পাশাপাশি এইদিন তিনি কেন্দ্রীয় সরকার কে একাধিক করা ভাষায় সমালোচনা করেন।তিনি বলেন nrc caa প্রভৃতি বিষয়ে দেশের মানুষ জনের সাথে বিভাজনের রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার।
দেশের নাগরিকদের চৌদ্দটি আইডেন্টি কার্ড থাকা সত্ত্বেও লাইনে দাঁড় করিয়েছেন প্রধান মন্ত্রী।
পশ্চিমবঙ্গের পাশাপাশি তিনি বলেন পশ্চিমবঙ্গের মানুষজনদের ভয় পাওয়ার কিছু নেই কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন পশ্চিম বাংলায় তিনি nrc হতে দেবেন না। আমাদেরই দোষ আমরা 303 সিট দিয়ে তাদেরকে আমরা মসনদে বসিয়েছি।মিথ্যা এবং কুৎসা দিয়ে রাজনীতি জয় করা যায় না রাজনীতির শেষ কথা’ জনগণ।
এই দিন গঙ্গারামপুর ফুটবল মাঠে জেলা আইএনটিটিইউসি পক্ষ থেকে এক শ্রমিক সমাবেশ আয়োজন করা হয়।এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিটিইউসি সভানেত্রী দোলা সেন, দক্ষিণ দিনাজপুর জেলার আইএনটিটিইউসি সভাপতি মজিরুদ্দিন মন্ডল ,দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অর্পিতা ঘোষ সহ একাধিক নেতৃত্ব বর্গ রা।

দুপুর 1টায় সভা শুরুর সময় নির্ধারিত থাকলেও প্রায় দুই ঘন্টা পরে সভা শুরু হয় এরপরে কর্মী-সমর্থকদের মধ্যে কিছুটা বিশৃংখলা সৃষ্টি হয় এবং বহু কর্মী-সমর্থক উঠে চলে যান সভাস্থল থেকে।

ধ্রুবজ্যোতি মহন্ত,অয়ন বাংলা , দক্ষিণ দিনাজপুর:-
মোদিকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করলেন INTTUC রাজ্য সভানেত্রী দোলা সেন। পাশাপাশি এইদিন তিনি কেন্দ্রীয় সরকার কে একাধিক করা ভাষায় সমালোচনা করেন।তিনি বলেন nrc caa প্রভৃতি বিষয়ে দেশের মানুষ জনের সাথে বিভাজনের রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার।
দেশের নাগরিকদের চৌদ্দটি আইডেন্টি কার্ড থাকা সত্ত্বেও লাইনে দাঁড় করিয়েছেন প্রধান মন্ত্রী।
পশ্চিমবঙ্গের পাশাপাশি তিনি বলেন পশ্চিমবঙ্গের মানুষজনদের ভয় পাওয়ার কিছু নেই কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন পশ্চিম বাংলায় তিনি nrc হতে দেবেন না। আমাদেরই দোষ আমরা 303 সিট দিয়ে তাদেরকে আমরা মসনদে বসিয়েছি।মিথ্যা এবং কুৎসা দিয়ে রাজনীতি জয় করা যায় না রাজনীতির শেষ কথা’ জনগণ।
এই দিন গঙ্গারামপুর ফুটবল মাঠে জেলা আইএনটিটিইউসি পক্ষ থেকে এক শ্রমিক সমাবেশ আয়োজন করা হয়।এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিটিইউসি সভানেত্রী দোলা সেন, দক্ষিণ দিনাজপুর জেলার আইএনটিটিইউসি সভাপতি মজিরুদ্দিন মন্ডল ,দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অর্পিতা ঘোষ সহ একাধিক নেতৃত্ব বর্গ রা।

দুপুর 1টায় সভা শুরুর সময় নির্ধারিত থাকলেও প্রায় দুই ঘন্টা পরে সভা শুরু হয় এরপরে কর্মী-সমর্থকদের মধ্যে কিছুটা বিশৃংখলা সৃষ্টি হয় এবং বহু কর্মী-সমর্থক উঠে চলে যান সভাস্থল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.