নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা,দক্ষিণ দিনাজপুর:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে তিন নং উদয়পুর গ্ৰাম পঞ্চায়েত অধীনে মোস্তাইল এলাকায় রয়েছে নীল কন্ঠ স্বর্গ অনাথ আশ্রম। আজ নীল কন্ঠ অনাথ আশ্রমের ৩২ জন অনাথ শিশু কে সোয়েটার দিলেন গঙ্গারামপুর শিক্ষক শিক্ষিকা সহ যুবক বৃন্দ । আজ ১২ টা নাগাদ অনাথ শিশু দের সোয়েটার দেন এবং এই অনাথ আশ্রমের পাশে থাকার অঙ্গীকার করেন। এদিন উপস্তিত ছিলেন তনুশ্রী বসাক, পৌলমী সাহা, অমিত ঘোষ, রাজীব সাহা, বৈদ্যনাথ দাস, অভিজিৎ সরকার । এদিন রাজিব সাহা জানান সংবাদ মাধ্যমে খবর পেয়ে আজ আমরা এই সোয়েটার দিলাম অনাথ শিশু এবং পাশে থাকার আশ্বাস । এই নীল কন্ঠ স্বর্গ অনাথ আশ্রমে ১৯৯৮সালে প্রতিষ্টা হয়ে ২২ বৎসর হচ্ছে এখনো সরকারের সাহায্য পাবার আশায় দিন গুনচ্ছেন নীল কন্ঠ স্বর্গ অনাথ আশ্রমের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দত্ত। এদিন তিনি জানান ধন্যবাদ জানাই গঙ্গারামপুর শিক্ষক শিক্ষা সহ যুবোক বৃন্দদের আশ্রমের অনাথ শিশু কথা ভেবে আজ সোয়েটার দিলেন।
পাশাপাশি এই নীল কন্ঠ স্বর্গ আশ্রম এ সবাই সহযোগিতা করে এই আশ্রম চলছে। এদিন আশ্রমের শিক্ষক রঞ্জিত দও সংবাদ মাধ্যম কে ধন্যবাদ জানান ঐ আশ্রমের সহোযোগিতা করার জন্য। এই প্রসঙ্গে এক শিক্ষক অভিজিৎ সরকার জানান আমরা সংবাদ মারফত খবর জানতে পেরে আজ ৩২ জন শিশু কে সোয়েটার দিলাম কিছু সময়ে অনাথ শিশু দের সঙ্গে কাটিয়ে ভালো লাগছে নীল কন্ঠ স্বর্গ আশ্রম সরকারের সহায্য পেলে আমরা উপকৃত হব। এই প্রসঙ্গে এক অনাথ শিশু কৌশিক রায় জানান গঙ্গারামপুরের স্যার সোয়েটার দিলেন সোয়েটার পেয়ে আমরা অনাথ শিশু সবাই খুসি এবং গঙ্গারামপুর স্যার দের ধন্যবাদ জানাই।।