নিজস্ব সংবাদদাতা অয়ন বাংলা:-মুর্শিদাবাদ জেলার নওদা থানার ডাঙ্গা পাড়া গ্রামের এক গৃহবধু জলসা শুনে ফেরার পথে গ্রামেরই কয়েকজন দুস্কৃতি তুলে নিয়ে গিয়ে গণধষর্ণ করে। ধর্ষিত নুর বানু (পরিবর্তিত নাম) বাড়ি ফিরে গেলে বাড়ীর লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করে তালাক দেবার কথা জানিয়ে দেয় এরপর বাবার বাড়ি গেলেও সেখানে অকথ্য ভাষা শুনতে হয়।
এরপর সকালে মাঠে যাওয়ার নাম করে বাগানের মধ্যে গায়ে কেরোসিন তেলদিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।অগ্নিদগ্ধ অবস্থায় প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে তারপর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এরপর গভীর রাতে মারা যায়।
মৃতার ভাই বলেন “স্থানীয় সমাজবিরোধী রা ওঁকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মাঠের মধ্যে গণধর্ষণ করে।শ্বশুর বাড়ীর লোকজনকে জানালে তাে হূমকী ধমকী গালিগালাজ করে,ও নষ্ট মেয়ে বলে ও গালিগালাজ করে ,অপমানে লজ্জায় আমার বোনটিআ আত্মহত্যা করে।”