অয়ন বাংলা,নিউজ ডেস্ক:- পদত্যাগ করলেন গারুলিয়া পুরসভার চেয়ারম্যান সুনীল সিং। এদিন তিনি পুরসভার একজিকিউটিভ অফিসারকে পদত্যাগপত্র তুলে দেন। তার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল। একেবারে শেষ দিনে গিয়ে তিনি পদত্যাগ পত্র জমা দিলেন। তৃণমূলের তরফে আগেই দাবি করা হয়েছিল পুরসভায় তারা সংখ্যাগরিষ্ঠ।
জুন মাসে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন গাড়ুলিয়ার চেয়ারম্যান সুনীল সিং। সঙ্গে ভাইস চেয়ারম্যান সুব্রত মুখোপাধ্যায় ছাড়াও ছিলেন বেশ কয়েকজন কাউন্সিলর। দিন কয়েক আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ভাইস চেয়ারম্যান সুব্রত মুখোপাধ্যায়। তিনি তখন বলেছিলেন, তৃণমূল কংগ্রেস থেকে যাঁরা বিজেপিতে গিয়েছেন, তাঁরা কেউই ভাল নেই। তিনি চান গারুলিয়া পুরসভার চেয়ারম্যান সুনীল সিংও ঘরে ফিরে আসুন। দীর্ঘদিন তাঁরা একসঙ্গে দল করেছেন বলে জানিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়।
গারুলিয়া পুরসভা নিয়ে সুনীল সিং-এর পরিবারের কার্যত ভাঙন তৈরি হয়েছে। এক আত্নীয় চন্দ্রভান সিং এমাসের শুরুর দিকে তৃণমূলে ফিরে গিয়েছেন। ছোটভাই রয়েছেন তৃণমূলেই। এদিন নোয়াপাড়ার বর্তমান বিধায়ক জানিয়েছেন, যিনিই চেয়ারম্যান হোন না কেন, তাঁকে তিনি সমর্থন করবেন। উন্নয়নের জন্য একযোগে কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি। তাঁর এই মন্তব্য নিয়েও জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি সুনীল সিংও তৃণমূলের পথেই?
বর্তমানে গারুলিয়ায় ২১ কাউন্সিলর রয়েছেন। গত পুরসভা নির্বাচনে এই পুরসভায় তৃণমূল জয়লাভ করেছিল ১৯ টি আসনে। জুন মাসে এঁদের মধ্যে চেয়ারম্যান সুনীল সিং সহ ১২ জন বিজেপিতে যোগ দেওয়ায় পুরসভার দখল পায় বিজেপি। তবে তিন মাসের মধ্যেই ঘরে ফিরে গিয়েছেন বেশ কয়েকজন কাউন্সিলর। বর্তমানে গাড়ুলিয়া পুরসভায় তৃণমূল কাউন্সিলর সংখ্যা ১৩। অন্যদিকে বিজেপির কাউন্সিলর সংখ্যা কমে দাঁড়াল ৭-এ। বাকি এক কাউন্সিলর ফরওয়ার্ড ব্লকের।
সংখ্যাগরিষ্ঠতা নেই, হার স্বীকার সুনীল সিংয়ের! গারুলিয়া পুরসভাও হাতছাড়া বিজেপির
পদত্যাগ করলেন গারুলিয়া পৌরসভার পুরপ্রধান সুনীল সিং। পুরপ্রধান পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বলেন, তাঁর সাথে সংখ্যা গরিষ্ঠতা নেই। তাই পদত্যাগের সিদ্ধান্ত।
প্রসঙ্গত, বিজেপির টিকিটে ভোটে জিতেছিলেন সুনীল। আর তৃণমূল গারুলিয়া পোউরসভায় অনাস্থা প্রস্তাব আনে বেশ কিছুদিন আগে। পুনঃনির্বাচন হওয়ার আগেই হার স্বীকার করে নিয়ে তিনি সোমবার পদত্যাগ করেন। বলেন, ইস্তফা দিলেও উন্নয়নের স্বার্থে পৌরসভার মানুষের পাশে আছেন তিনি। পুরসভাকে সব রকম সহযোগিতা করবেন বলেও জানান।
তাঁর এই সিদ্ধান্তের পরেই বিজেপির হাতছাড়া হল গারুলিয়া পুরসভা। মোট ২১ আসনের মধ্যে ১৩ কাউন্সিলর তৃণমূল, ৭ বিজেপি এবং ১ ফরওয়ার্ড ব্লকের। এবার তাহলে বিজেপিকে হারিয়ে এই পুরসভাও সবুজ শিবিরের।