ইসরাইলি হানার বিরুদ্ধে গাজার প্রতি সহানুভূতি জ্ঞাপন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া
আন্তজার্তিক ডেস্ক, অয়ন বাংলা ;- জায়নবাদী রাষ্ট্র অবৈধ ভাবে দিনের পর দিন ফিলিস্তিনের উপর আগ্রাসন চালিয়ে চলেছে ।গাজায় তারা বিভিন্ন সময় নারী,পুরুষ ও নিরীহ শিশুদের উপর আক্রমণ চালিয়ে চলেছে ।সম্প্রতি ইসরাইলি সংঘটিত এক হানায় ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে ।যার মধ্যে একটি গর্ভবতী মহিলা ও ১৪ মাসের একটা বাচ্চাও রয়েছে ।গাজা হলো একটি ঘনবসতিপূর্ণ জায়গা যেখানে ইসরাইল অবৈধ ভাবে জবরদখল ও হামলা করে চলেছে যেটা ইসরাইলের গণহত্যার কর্মসূচি মাত্র ।২০০৬ সাল থেকে বিশ্ববাসী দেখেছে এই বর্বরোচিত আক্রমন যার ফলে হাজার হাজার মানুষ অক্ষম হয়েছে ।২০০৬ সাল থেকে গাজবাসীর জীবন দুর্বিসহ হয়ে উঠেছে তাদেরকে খাদ্য বস্ত্র ওষুধের যোগান বন্ধ করা হয়েছে ।ইসরাইলের পাশবিক ব্যাবহার গাজাকে বিশ্বের সবচেয়ে বড়ো উন্মুক্ত জেলে পরিণত করেছে ।মিসরের মধ্যস্ততাই যুদ্ধবিরতি হলেও পরিস্থিতি আগের মতোই অনিশ্চিত।কেবল যুদ্ধবিরতি গাজা বাসীদের শান্তি দিতে ব্যার্থ যতক্ষন না ইসরায়েলের অমানবিক অবরোধ বন্ধ ও অবৈধ ভাবে বস্তি নির্মাণ বন্ধ হচ্ছে ।
গাজার উপর ইসরাইলের আক্রমনের নিন্দা জানিয়েছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ই.আবু বকর সাহেব ।তিনি ইসরাইলি বায়ু হানার বিরুদ্ধে ও গাজার প্রতি সহানুভূতি জ্ঞাপন করেছেন ।এই পরিস্থিতিতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সম্মিলিত জাতীপুঞ্জের নিরাপত্তা পরিষদ ও বিশ্ব নেতৃত্বের হস্তক্ষেপ দাবি করছে এই মর্মে যে গাজার উপর সমস্ত রকম অবরোধ তুলে নেওয়া হয় ।