গেরুয়া//
. . . নাজমুস সায়াদাত. . .
হয়তো ত্যাগের গর্ভ হতেই
জন্ম হয়েছিল তোমার,
তাই বলে কী
এত বিষাদময় ঢাক পেটাবে কোষারন্ধ্রে রন্ধ্রে?
আরে তুমিতো বীর সন্নাসীর ধূলিমাখা বা পরিপাটি পবিত্র উত্তরীয়,
গেরুয়া তুমিতো মহামানবদের গা ঢাকা নামাবলী ,
তুমিতো মহাসন্মাননা কপাটের সিংহ কেতন,
হে গেরুয়া
তোমারই পাগ মাথায় বেঁধে শিকাগো ধর্মসভাকে
ভাসিয়ে দিয়েছিলো ভার্তৃত্বের আষাঢ়ী প্লাবনে,
গেরুয়া তুমিইতো যুগে যুগে
ত্যাগীর ত্যাগের চিরাগী ক্লিওপেট্রা…
জানিনা
জানিনা কেন তবে ‘এরা’ করে তোমার অপমান,
এমনও বিভৎসতার মলোম বুলিয়ে দিয়েছে
তোমার পবিত্র শরীরীঅবয়বে,
যে আজ পথ চলতে তোমার সাক্ষাতে
লিঞ্চিঙের একতারা বুকে বাজে,
তাই হে গেরুয়া
তুমিই মানহানীর চার্জসিট দাখিল করো
এহেন অপমানের বিরুদ্ধে…