অয়ন বাংলা,ডেস্ক: পুলিসি তল্লাশির সময় বিজেপি প্রার্থীর ভারতী ঘোষের গাড়ি থেকে উদ্ধার ১ লাখ ১৩ হাজার টাকা। ফলে ফের বিতর্কে ঘাটালের তৃণমূল প্রার্থী ভারতী ঘোষ ঘটনা ঘটে পিংলায় পুলিসের দাবি প্রথমে গাড়ি তল্লাশি করতে দিতে অস্বীকার করেন ভারতী। পালিয়ে যাওয়ারও চেষ্টা করেন। অভিযোগ, ওই টাকা উদ্ধার হলেও কোনও সিজার লিস্ট-এ সই করেননি ভারতী। উল্টে তিনি পুলিসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। ওই ঘটনার পরই পিংলায় তৃণমূলের পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন দলের সমর্থকরা। তাঁদের দাবি, গ্রেফতার করতে হবে ভারতীকে। পুলিস এসে তাদের সরিয়ে দেয়। তৃণমূল কর্মীদের অভিযোগ, তৃণমূল কর্মীদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য হাজার টাকা ও সাধারণ ভোটারদের পাঁচশো টাকা দেওয়া হচ্ছে। পোলিং এজেন্ট বসার জন্য দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। টাকা বিলি করে ভোট কেনার চেষ্টা হচ্ছে। এদিকে গতকাল মন্ডলমারি এলাকার ওই টাকা উদ্ধার হয়। ওই ঘটনার পর গ্রেফতারের দাবিতে তারা এখনও অনড়।https://www.facebook.com/407778966653705/posts/445386816226253/