ওয়েব ডেস্ক :- মানবতার অনন্য নজির সৃষ্টি করলো ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসা। উত্তর 24 পরগনা জেলার মাটিয়া থানার অন্তর্গত ঘোড়ারাস গ্রামে অবস্থিত ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসা। করোনা আবহে মানবতার সেবার জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির, বৃক্ষরোপন কর্মসূচী, ও ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে মাদ্রাসা কর্তৃপক্ষ। এদিন 279 জন রক্তদাতা রক্ত দান করেন এবং বহু মানুষ রক্তদান করতে এসে না করতে পেরে মনোক্ষুন্ন হয়ে ফিরে যান। তাছাড়া 1600 শতাধিক মানুষ বিভিন্ন বিভাগে বিনামূল্যে চিকিৎসার পরিসেবা গ্রহণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচির অধীনে 450 জনের হাতে বিভিন্ন গাছের চারা উপহার হিসেবে দেওয়া হয়। রক্তদাতাদের উৎসাহদানের জন্য একটি ব্যাগ একটি গাছের চারা এবং আরো কিছু সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।
এদিন উক্ত বিষয় গুলি কে কেন্দ্র করে মনোজ্ঞ আলোচনার অনুষ্ঠানও রাখা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে আহলে হাদিস পশ্চিমবাংলার রাজ্য সম্পাদক আলমগীর সরদার। তিনি উক্ত অনুষ্ঠান থেকে প্রত্যেকটি মুসলিমকে মানবতার সেবার জন্য অবদান রাখার জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি আরও বলেন যার আদর্শ আমরা মেনে চলি তিনি মানবতার সবচেয়ে মহামানব মুহাম্মদ সঃ। তার বাণী একজন আদর্শ মানুষ সেই যিনি পথের কষ্টদায়ক বস্তুকে অন্যের মঙ্গলের জন্য ছুড়ে ফেলে দেয়। তিনি বলেন, আমাদের মধ্যে একশ্রেণীর মানুষ জাতপাতের রাজনীতি করে ফায়দা লুটতে চায় অথচ আমাদের সবারই রক্ত লাল। সুতরাং আমাদের উচিত জাতপাত ভেদাভেদ মেলবন্ধনের ভারত বর্ষ গড়ে তোলা। তিনি সমাজ থেকে অন্যায়-অবিচার দূরীকরণের লক্ষ্যে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। এদিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রফিকুল ইসলাম। তিনি বলেন, অদ্যবধি পৃথিবীর কোথাও কোন ল্যাবরেটরীতে রক্ত তৈরি হয় না সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত এমন মানব সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী নারায়ণ চন্দ্র মন্ডল। জমিয়তে আহলে হাদিস উত্তর 24 পরগনা জেলার সভাপতি হানিফ আল হাদি, সম্পাদক ও স্থানীয় মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল হামিদ ফাইজি প্রমূখ। এদিন ডাক্তারদের পরিষেবা ছিল অতুলনীয়। তাছাড়া হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের রক্তদান ও চিকিৎসার পরিসেবা ছিল চোখে পড়ার মতো।
অন্যান্য দের মধ্য উপস্থিত ছিলেন
শ্যামল ঘোষ,বসিরহাট হাই কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম ও প্রীতম মন্ডল,মাদ্রাসার সম্পাদক shaikh ওয়াজেদ আলী,সভাপতি হাজী আফসার আলী,হাজী আনসার আলী,আব্দুল গাফফার,শিক্ষকদের মধ্য আশরাফুল হক মিফতাহী,মামুন সালাফী,আব্দুর রহমান রিয়াজী, ইদরীস রাহমানী,সাদ্দাম রাহমানী