এবার গেরুয়া শিবিরের উদ্দেশে ঝাঁজালো মন্তব্য করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়

Spread the love

অয়ন বাংলা,ওয়েব ডেস্ক:- এবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগলেন বাংলার গ্লামার কুইন স্বস্তিকা।
গেরুয়া শিবিরের উদ্দেশে ঝাঁজালো মন্তব্য করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কোনওরকম রাখঢাক না করেই সাফ বললেন, “নামে কিছু আসে যায় না।” খেটে খাওয়া মানুষেরা সবাই এদেশের নাগরিক। গদিতে বসে ধর্মের দোহাই দিয়ে ছড়ি ঘোরাতে দেব না। স্বস্তিকার কথায়, “আদাব/নমস্কার। আমার নাম স্বস্তিকা মুখার্জি। তা না হয়ে রাজিয়া খাতুন বা শবনম খান হলেও অসুবিধা হত না। আমি এদেশের নাগরিক, এদেশ আমার, এটাই শেষ কথা। আমি খেটে খাওয়া মানুষ। আরও সহস্র কোটি মানুষের মতোই মুখে রক্ত তুলে খেটে খাই। গদিতে বসে ধর্মের নামে মানুষকে পিশাচ বানিয়ে লাঠি ঘোরাতে দেব না।” মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এরকমই ঝাঁজালো পোস্ট করলেন অভিনেত্রী।
শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। ভাইরাল হতেও সময় নেয়নি। সোশ্যাল মিডিয়ায় নিজের মতপ্রকাশের পাশাপাশি নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও ইঙ্গিত দিলেন কি স্বস্তিকা! অভিনেত্রীর এই ফেসবুক পোস্টে নেটিজেনদের একাংশ যেমন সমর্থন জানিয়েছেন। বিজেপি সমর্থকরা আবার পালটা অভিনেত্রীকে কটাক্ষ করতেও ছাড়েননি। প্রসঙ্গত, স্বস্তিকা বরাবরই স্পষ্টভাষী। সোজাসুজি কথা বলতেই ভালবাসেন। নিন্দুকদের ভাষায় তিনি ‘রুক্ষ্ম’ হলেও অনুরাগীদের কাছে তিনি পরিচিত স্পষ্টবক্তা বলেই। যিনি কোনওরকম ভনিতা না দেখিয়ে সোজা ভাষায় কথা বলার পথ বেছে নেন। মঙ্গলবারও তাই করলেন নায়িকা। CAA ইস্যুতে জামিয়া কাণ্ডের পরও মোদি সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি অভিনেত্রী।

এই অবশ্য প্রথম নয়। গেরুয়া হোক কিংবা সবুজ, তাঁর কটাক্ষ থেকে বাদ যায়নি কোনও শিবিরই। যেমন, গতবছর লোকসভা ভোটের সময় আসানসোল প্রার্থী মুনমুন সেনের ‘বেড-টি’ অভ্যেস নিয়ে কটাক্ষ করেছিলেন। ঝাড়খন্ড নির্বাচনে বিজেপির হারের পর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “আর বলুন, জঙ্গলে বাস করা ভাই-বোনেরা. জঙ্গলবাসীরা তো জঙ্গলে মঙ্গল করে দিয়েছেন”, ঝাড়খন্ডে বিজেপির হারের খবর প্রকাশ্যে আসার পর এমন কথাই নিজের ফেসবুক পোস্টে লিখেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

One thought on “এবার গেরুয়া শিবিরের উদ্দেশে ঝাঁজালো মন্তব্য করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.