নিউজডেস্ক,অয়ন বাংল:- নয়াদিল্লি লোকসভা কেন্দ্র থেকে এবার ক্রিকেটার গৌতম গম্ভীরকে প্রার্থী করতে চলেছে বিজেপি।এমনটাই শোনা যাচ্ছে। এই এলাকার রাজেন্দ্র নগরের বাসিন্দা গম্ভীর। আগের প্রার্থী লেখিকে অন্য জায়গায় প্রাথী করা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে।
২০১৪ সালের লোকসভা ভোটে পাঞ্জাবের অমৃতসর কেন্দ্রে অরুণ জেটলির হয়ে প্রচার করেছিলেন গম্ভীর। যদিও সেই কেন্দ্র থেকে জিততে পারেননি জেটলি। অমরিন্দর সিংয়ের কাছে পরাজিত হয়েছিলেন। তখন থেকে গম্ভীরের রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছিল। পুলওয়ামা হামলার পর শহিদ জওয়ানদের ছেলেমেয়েদের পড়াশোনার দায়িত্ব দেশবাসীকে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি। অরবিন্দ কেজরিওয়ারের পার্টি আপের কাজকর্ম নিয়েও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন তিনি। যদিও নিজে সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছেন বলে প্রকাশ্যে কখনও কিছু বলেননি গম্ভীর। সূত্রের খবর বিজেপি আম আদমি পার্টির বিরুদ্ধে লোকসভা ভোটে তুরুপের তাস করতে চাইছে গৌতম গম্ভীরকে প্রার্থী করে।