অয়ন বাংলা ,নিউজ ডেস্ক:- ভোট পরবর্তী পরিস্থিতিতে গোটা রাজ্য আজ অশান্ত । বিজেপি তৃণমূলের সংর্ঘষ এই বাংলায় এখন জলভাত। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসরে নামেন খোদ রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠী। দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকও করেন তিনি। সেই বৈঠক শেষে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া নিয়ে মন্তব্য করেও জলঘোলা বাড়ান কেশরিনাথ। এবার রাজ্যের এই অশান্তকর পরিস্থিতিতে বদল আনতে হস্তক্ষেপ করল রাজভবন। বৈঠকে ডাকা হয়েছে বাংলার চার দলকে।রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গে ইতিমধ্যেই বিক্ষোভ দেখিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বলা খুব সহজ। আগে নিজেদের দলকে ( বিজেপি) নিয়ন্ত্রণ করুক।উল্লেখ্য, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির প্রসঙ্গে সম্প্রতিই কেশরিনাথ ত্রিপাঠী মন্তব্য করেন, ‘হতে পারে, যখন দাবি উঠবে তখন কেন্দ্রীয় সরকার ভেবে দেখবে। কিন্তু আমি রাষ্ট্রপতি শাসন নিয়ে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনও আলোচনা করিনি।’ রাজ্যপালের এই মন্তব্যের পর কার্যত রে রে পড়ে যায় গোটা রাজ্য়ে এবং দেশে। অনেকেই আশঙ্কা করেন, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে রাষ্ট্রপতি শাসন হয়তো সময়ের অপেক্ষা। কিন্তু সেই দিকে আপাতত যাওয়ার কোনও লক্ষণ নেই। এখন আগামীকালের বৈঠকে পরিস্থিতি কোন দিকে এগোয়ে তার দিকে নজর রয়েছে সকলের।