নন্দীগ্রামে মহা নাটক, পুনর্গণনায় মমতার থেকে এগিয়ে গেলেন শুভেন্দু
—————————————————————————————___________________________
নিউজ ডেস্ক :- রবিবার বিকেল ৫টা নাগাদ নন্দীগ্রামে ১৭ রাউন্ড গণনা শেষ হতে না হতেই সংবাদসংস্থা এএনআই জানিয়ে দিয়েছিল, হাইভোল্টেজ সেই লড়াইয়ে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে তিনি পরাস্ত করেছেন ১২০০ ভোটে।
কিন্তু এক ঘণ্টা কাটতে না কাটতেই মহানাটকীয় পরিবর্তন ঘটে গেল। শুভেন্দুর তরফে পুনর্গণনার দাবি জানানো হয়। নতুন করে গণনার পর দেখা যায় ১৯২২ ভোটে জিতে গেছে শুভেন্দু। নির্বাচন কমিশনের তরফে অবশ্য এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তাই স্পস্ট করে এখনই বলা যাচ্ছে না যে শুভেন্দু জিতেছেন৷
বাংলায় হ্যাটট্রিকের পর প্রথমবার জয় নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় । কালীঘাটে বাড়ির সামনে মাইক হাতে মমতা বললেন, ‘সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা সুরক্ষাবিধি মেনে চলুন। বিজয় মিছিল এখন করবেন না। ৬টার পর সাংবাদিক বৈঠক করব। কোভিডের জন্য যত্ন নিন। প্রথম কাজ কোভিডের বিরুদ্ধে লড়াই করা। বাংলার জয়। বাংলাই পারে।’
উল্লেখ্য, বিজেপি-কে রুখে তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতায় ফিরছে তৃণমূল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় পেয়েছে জোড়াফুল শিবির। রাজ্যে জয় নিশ্চিত হতেই কালীঘাটে বাড়ির সামনে অনুগামীদের উদ্দেশে প্রথম প্রতিক্রিয়া দেন মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, ওমর আবদুল্লারা।
বিস্তারিত আসছে…