বিশ্ব উষ্ণায়ন ও ভূগর্ভস্থ জলের সংকট কাটাতে বসিরহাটে গ্রীন আর্মীর উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বন্টন কর্মসূচি পালিত হল
আব্দুর রহমান, অয়ন বাংলা নিউজ, বসিরহাট; একদিকে বিশ্ব উষ্ণায়ন ও ভূগর্ভস্থ জলের সংকট মোচনের জন্য আজ বসিরহাটের ভ্যাবলা লেডি মুখার্জি গার্লস হাই স্কুলে পালিত হলো বৃক্ষরোপণ ও বৃক্ষ বন্টন কর্মসূচি। হাসনুহানা ও বসিরহাট গ্রীন আর্মীর যৌথ উদ্যোগে এবং উত্তর ২৪ পরগনা বনবিভাগের সহযোগীতায় এই কর্মসূচি গ্রীহিত হয়েছিল। এই কর্মসূচি চলবে ১৮ জুলাই পর্যন্ত। চারাগাছ রোপনের মধ্য দিয়ে এই মহরৎ কর্মসূচির শুভ সূচনা সম্পন্ন করেন গ্রীন আর্মীর এক সদস্য।
যদিও ইতিপূর্বে বেশ কিছু পরিবেশ হিতৈষী মানুষ এই সংস্থা থেকে চারা গাছ সংগ্রহ করে নিজ নিজ বাড়িতে রোপণ করেন। গ্রীন আর্মির সম্পাদক জানান বসিরহাট হিন্দু মিলন মন্দিরে বেশ কিছু চারা বন্টন করা হয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন আগামী দিনে আমরা বসিরহাট জুড়ে সবুজায়নের এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাই পরিবেশ রক্ষার এই মহতি কর্মযজ্ঞে বসিরহাটের পরিবেশপ্রেমী সমস্ত নাগরিকবৃন্দের সার্বিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করি।