আর্ন্তজাতিক ডেস্ক,অয়ন বাংলা:- মসজিদে গুলি চলল ক্যারিবিয়ান দ্বীপ পুঞ্জে ।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে দিল অজ্ঞাতপরিচিত এক আততায়ী। হেগলে পার্কের ওই মসজিদে গুলিতে এখনও পর্যন্ত স্থানীয় সংবাদ পত্রের খবর অনুযায়ী 30 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, আহত বহু। ঘটনার সময়ে মসজিদে ছিলেন ১৪০ জন মুসুল্লি। লিন্ডউড নামে অন্য একটি জায়গার অন্য একটি মসজিদকেও পুলিস ঘিরে রেখেছে। সেখানেও গুলি চলেছে বলে শোনা যাচ্ছে। শহরের মসজিদগুলিতে যেতে নিষেধ করা হয়েছে মুসলিমদের।প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, এদিন বিকেলে মসজিদে ঢুকে পড়ে এক অজ্ঞাত পরিচয় বন্দুকধারী ব্যক্তি। এরপরই অটোমেটিক বন্দুক থেকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। মসজিদের ভেতরে বহু মানুষকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে বলে জানিয়েছে রেডিও নিউ জিল্যান্ড।অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র জালাল ইউনুস জানিয়েছেন, মসজিদে টিম ঢোকার আগে আগেই গুলি চালনার ঘটনা ঘটে যায়। খবর পেয়েই এলাকা থেকে বেরিয়ে আসে দলের সদস্যরা। ওদের হোটেল থেকে বের হতে নিষেধ করা হয়েছে। বাংলাদেশ দলের ব্যাটসম্যান তামিম ইকবাল টুইট করেছেন, ভয়ঙ্কর অভিজ্ঞতা। দলের সবাই নিরাপদ। এই বিষয়ে গোটা বিশ্ব জুড়ে নিন্দার ঝড়।