তৃণমূল করার অপরাধে গৃহবধূকে মারধর, সেই মারধরের মাঝে পরে প্রাণ গেল দুই মাসের শিশুর
নিজস্ব প্রতিনিধি, হাবড়া;তৃণমূল করার অপরাধে গৃহবধূকে মারধর। সেই মারধরের মাঝে পরে প্রাণ গেল দুই মাসের শিশুর। অভিযোগ, বিজেপি–র বিরুদ্ধে বিজেপি ঘটনাটি ঘটেছে উত্তর ২৪পরগনা অশোকনগর থানা অন্তর্গত শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই এলাকার গৃহবধূ শিখা গাঙ্গুলীর স্বামী রবি গাঙ্গুলী কাজের সূত্রে ভিন রাজ্যে থাকেন তার স্বামী শুধুমাত্র তৃণমূল করেন ওই পরিবারের বাকিরা সবাই বিজেপি করেন শিখা অভিযোগ গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে দাঁড় করানোর জন্য জোর করা হয়।কিন্তু শিকার রাজি না হওয়ায় তার ওপরে ওই পরিবারের ক্ষোভ তৈরি হয় এরপর থেকে তার স্বামী যখন বাড়ির বাইরে থাকেন তখনই তার ওপর নানা অত্যাচার শুরু করে ওই পরিবারের লোকজন। নিজের দু মাসের শিশু সন্তানকে নিয়ে শিখা যখন খাবার ছিলেন সেই সময় তার উপরে দুই ননদ এবং অন্য আত্মীয় দের মোদকে বিজেপি নেতা শান্তনু গাঙ্গুলী তারও করা হয় তাকে মারধর শুরু করে দাঁতে আঘাত লাগে শিশুটিকেও এত অসুস্থ হয়ে পড়ে সেখানেই ওই শিশুটির মৃত্যু হয়। স্থানীয় তৃণমূল নেতার অভিযোগ লোকসভা নির্বাচনে বিজেপি জেতার পর থেকেই এলাকায় নানা ভাবে মানুষের উপর অত্যাচার শুরু করেছে। বিজেপি মহিলা মোর্চা দাবি দুই পরিবারের মধ্যেই সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা এতে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই।
এই ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা শান্তনু গাঙ্গুলী কে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ।