নিউজ ডেস্ক :- পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে আজ আয়োজিত হলো হাজী মহ: মহসিন এন্ডাওমেন্ট ফান্ড স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান । উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র জনাব ফিরহাদ হাকিম । এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী ব্রাত্য বসু, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহঃ গোলাম রব্বানী মহাশয়, বিপর্যয় মোকাবিলা ও অসামরিক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জনাব জাভেদ আহমেদ খান এবং জন শিক্ষা প্রসার দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী । এছাড়াও যাদের উপস্থিতি সবার নজর কেড়েছেন তাঁরা হলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব আখরুজ্জামান ও মোহতরমা সাবিনা ইয়াসমিন ।
এই প্রোগ্রামটিতে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষায় সারা রাজ্যে প্রথম দশ স্থানাধিকারি সর্বমোট ৯৮ জনকে বিশেষ ভাবে সংবর্ধিত করা হয় । এই প্রোগ্রামে আগত তারকা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের সদস্য জনাব আহমেদ হাসান ইমরান, জনাব আব্দুস সামাদ এবং ম্যানেজিং ডাইরেক্টর শ্রী মৃগাঙ্ক বিশ্বাস । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের জেনেরাল ম্যানেজার মহঃ নকি সাহেব ।