২২২ বছর পর বন্ধ হতে চলেছে হজযাত্রা বিশ্ববাসীর কাছে করোনা ভাইরাসের কারনে

Spread the love

নিউজ  ডেস্ক: –  মুসলিম বিশ্বের সবচেয়ে বড় তীর্থভূমি  হচ্ছে হজ্ব । হজ্ব মুসলিমদের পাঁচটি  ফরজ ইবাদতের মধ্যে একটা ।সেই ফরজ ইবাদত এবার করোনা ভাইরাসের কারণে মুসলিম বিশ্বের কাছে বন্ধ .শুধুমাত্র সৌদি তে বসবাসকারীরা এবার হজ্ব করতে পারবে।  পৃথিবী তথা দেশ জুড়ে করোনার প্রকোপ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে এই বছরের হজ যাত্রা কর্মসুচি আদৌ বহাল থাকবে কি না, তা নিয়ে রীতিমতো দোলাচলে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক সূত্রের খবর, এই বছর হজ যাত্রা হবে কি না, সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সৌদি আরব৷ এই অবস্থায় যতক্ষণ পর্যন্ত না সৌদি আরবের থেকে সবুজ সঙ্কেত আসছে, ততক্ষণ পর্যন্ত ভারতেও এগোনো যাচ্ছে না শেষ ধাপের প্রস্ত্ততি৷ তবে, এই বছর সৌদি আরবে বসবাসকারীরাই একমাত্র হজে অংশ নিতে পারবেন বলে জানা গিয়েছে। সোমবার সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণা অনুসারে জানা যায় যে ওই দেশে বসবাসকারীদের নিয়ে সীমিত পরিসরে হজের আয়োজন করা হয়েছে।

জাতীয় হজ কমিটির কাছে থাকা তথ্য থেকে জানা গিয়েছে, হজযাত্রার প্রস্তুতির জন্য মাত্র কয়েক সপ্তাহ বাকি রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের ফলে ২২২ বছর পর বাতিল হতে চলেছে হজযাত্রা। ভারত থেকে প্রায় দু লক্ষ মানুষ যান সৌদি আরবে হজ করতে। সোমবার ঘোষণায় বলা হয়, বিভিন্ন দেশের মুসলিম যারা বর্তমানে সৌদি আরবে বসবাস করেন, তাঁদের নিয়েই সীমিত সংখ্যক লোক নিয়ে এবারের হজ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক বের হয়নি। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজিদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়বে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ইতোমধ্যে মুসলিম অধ্যুষিত দেশ যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও কম্বোডিয়ায় হজযাত্রা বাতিল করার ঘোষণা করা হয়েছে। হজযাত্রা নিয়ে সৌদি আরবের হজ (Haj) কমিটির বিজ্ঞপ্তির এতদিন সবাই তাকিয়ে ছিলেন। বাংলাদেশের প্রায় ৬৪ হাজার ৫০০ হজযাত্রী চরম অনিশ্চয়তায় ভুগছিলেন। বাংলাদেশের এক ট্রাভেলসের তরফ থেকে জানা গিয়েছে, ওই দেশের সরকারের পক্ষ থেকে হজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসায় হজ এজেন্সিগুলো ও চরম উৎকন্ঠায় রয়েছে। চাঁদে দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই হজ হবার কথা। এ দিকে করোনা মহামারীতে হজ ও ট্রাভেলস এজেন্সিগুলো দেউলিয়ার পথে বসেছে। অফিস ভাড়া ও কর্মচারীদের বেতন দিতে পারছে না এজেন্সিগুলো।

গোটা বিশ্বে আজ করোনা যেন জীবন যাত্রার অনেলখানি বদলে ফেলেছে ।প্রতিনয়ত যেন বদলে যাচ্ছে জীবন যাত্রা । এই ভাবে আজ গোটা বিশ্বের সামনে হজ্ব ও বন্ধ হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.