বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির কোচবিহার জেলা শাখার সভা অনুষ্ঠিত হলো কোচবিহারে
এস.কে.এম মিজানুর রহমান,অয়ন বাংলা,মুর্শিদাবাদ; আজকে বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির কোচবিহার জেলা শাখার সভা অনুষ্ঠিত হলো কোচবিহারের ধর্ম সভায় বিধায়ক মিহির গোস্বামীর কার্যালয়ে। সকাল দশটা থেকে এই সভার কার্যক্রম শুরু হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে জোর দিয়ে ভবিষ্যতে সংগঠনের কর্মসূচি চলবে তাহা নির্ধারণ করা হয়েছে যেমন নভেম্বর ডিসেম্বর এর মধ্যে সমস্ত গ্রাম,পঞ্চায়েত ও ব্লক স্তরের কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করতে হবে। আগামী ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ত্রিস্তর পঞ্চায়েতের সরকারি পরিষেবার দাবিতে সমস্ত ব্লক অফিস ঘেরাও করে সমষ্টি উন্নয়ন আধিকারিক ও সভাপতিদের নিকট ডেপুটেশন দেওয়া হবে।৪ঠা ডিসেম্বর থেকে ১০শে ডিসেম্বরের মধ্যে জেলার সমস্ত মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে অবস্থান আন্দোলনের মাধ্যমে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হবে । সংগঠনের সদস্য পদ ও সংগ্রামী তহবিল সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করা হয় । সমস্ত প্রকার অক্ষম ভাতা প্রাপকদের লাইফ সার্টিফিকেট নভেম্বরের মধ্যে অফিসে জমা করতে সহযোগিতা ও প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।সর্বোপরি এই সভার সভাপতি সমাপ্তি ঘোষণা করেন ।