পাঠকের কলম,অয়ন বাংলা :- ছোট উদ্যোগ কিন্তু উদ্যেশ্যটা অনেক বড়ো। সামনে খুশির ঈদ। কিন্তু লকডাউন যে বড়ো বাধা। অনেকেরই রোজগার নেই। ভাঁড়ে মা ভবানী।এই পরিস্থিতিতে অসহায়দের দুঃখ যন্ত্রণার কথা ভেবে ভাকুড়ি লহর পাড়ার কালু, ছোট্টু, ছোটন ও সাজাহানদের চোখে ঘুম আসেনি। কিন্তু কীই বা করবে ওরা! ওদেরও যে সংসারে নিত্য অভাব। তবুও অবশেষে সিদ্ধান্ত, বাড়ির ঈদের কেনাকাটা না করে অসহায়দের পাশে দাঁড়াতে হবে। নিজেরা চুপিচুপি টাকা সংগ্রহ করে। ওরা প্রেরণা মুর্শিদাবাদ জেলা সভাপতিকেও এই মহৎ কাজে সামিল করে। তিনি অভিভূত হোন ওদের এমন মানবিকতায়, মানসিকতায়। তিনি ওদের সঙ্গ দিয়ে উৎসাহিত করেন।
পয়সা কড়ি অনেকেরই আছে কিন্তু এমন মানুষও আছে যারা মনের দিক থেকে খুবই গরীব। সাহায্যের হাতটি তাদের বড্ডো ছোট। সেই অর্থে কালু,ছোটন,ছোট্টু, সাজাহান ভীষণই দুর্বল। শিক্ষিত রুচীশীলদের কাছে ব্রাত্য। অথচ এরাই আজ প্রায় চল্লিশ জন অসহায়দের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছে। পাড়ার বিত্তবানদের চোখে ওরা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অসহায়দের পাশে দাঁড়াতে গেলে শুধু টাকা নয়, দরকার মানসিকতার। মানবিক সহানুভূতির। দরকার একটা সুন্দর মনের। এই মহৎ কাজের জন্য আমার শুভেচ্ছা রইলো কালু ও তার বন্ধুদের।
পাঠকের কলম
মোস্তফা কামাল
বহরমপুর.মুশিদাবাদ