শান্তিপূর্ণভাবে পালিত হলো খুশির ঈদ, পুলিশ প্রশাসনের শুভেচ্ছা সম্প্রীতির বার্তা
রঙ্গিলা খাতুন কান্দি
পবিত্র রমজান মাসের সিয়াম পালন করার পর আজ শাওয়াল মাসে প্রথম দিনে পালিত হল ঈদ উল ফেতর অর্থাৎ খুশির ঈদ। দেশ ও রাজ্যের পাশাপাশি কান্দির জীবন্তি, মহলন্দী গোকর্ণ সহ সমস্ত এলাকায় শান্তিপূর্ণভাবে খুশির ঈদ পালিত হয়, ঝিরঝির বৃষ্টির মধ্যেই খুশির ঈদে আনন্দ মেতে উঠলেন কচিকাঁচারাও।
উল্লেখ্য ইসলাম ধর্মালম্বী মানুষের কাছে বছরে দুটি বড়ো উৎসবের মধ্যে ঈদ উল ফেতর অর্থাৎ খুশির ঈদে সকলেই আনন্দে মেতে উঠেন। কোথায় কোথায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে।
প্রসঙ্গত ঈদের দিন সকালে ঈদ গাহ ময়দানে নামাজ আদায় করেন। কিন্তু গত দু বছর লকডাউনের কারণে অনেক যায়গায় মসজিদে কিংবা বাড়িতে নামাজ আদায় করতে হয়েছিল। এই বছর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় বৃষ্টির মধ্যেই শান্তিপূর্ণ ভাবে এবং সুন্দর ভাবে ঈদগাহের মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি ও আনন্দ প্রকাশ করেছেন।
কান্দি থানার প্রশাসনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। তাছাড়া এলাকায় শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখার জন্য পরস্পরের মধ্যে বিশেষ বার্তা বিনিময় করা হয়েছে।