ওয়েবডেস্ক: আজ মহারাষ্ট্রে ও হরিয়ানার বিধানসভা র ফল ।পাশাপাশি বেশ কয়েকটি আসনে উপনিবার্চনে হয়েছে ,আজ তার সবকটি আসনের ফল ঘোষণা চলছে ।মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা জোট আর হরিয়ানায় ত্রিশঙ্কু। গুজরাটে কংগ্রেস বিজেপি চলছে সেয়ানে সেয়ানে লড়াই । হরিয়ানা ও মহারাষ্ট্রের পাশাপাশি বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গুজরাটের ৬টি আসনে। সেখানেও সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। চলতি বছর লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে একটিও আসনে জয়লাভ করতে পারেনি কংগ্রেস। ২৬টি আসনেই জয়লাভ করেছিল বিজেপি। তবে বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হওয়া শুরু হতেই বিজেপি ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে কংগ্রেস। প্রাথমিক ট্রেন্ডে দেখা গিয়েছে, বিজেপি ও কংগ্রেস উভয়েই ৩টি করে আসনে এগিয়ে রয়েছে।
৬টি আসনের মধ্যে আমরাইওয়াড়ি কেন্দ্রে এবার রেকর্ড কম ভোট পড়েছিল। ভোট দিয়েছিলেন মাত্র ৩৫ শতাংশ মানুষ। আর সেখানেই বিজেপি পিছিয়ে পড়েছে। গত নির্বাচনে কংগ্রেস রাধনপুর এবং বায়োড আসনে জয়লাভ করেছিল। আজকের ফলাফলেও সেই দুই আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। গুজরাট বিধানসভা ভোটে এই দু’টি আসনকে নিয়েই সর্বাধিক জল্পনা হয়েছিল।
অন্যদিকে গুজরাটের গত নির্বাচনে উঠে আসা আরেক তরুণ মুখ অল্পেশ ঠাকোর ফের একবার নির্বাচনী পরীক্ষা দিচ্ছেন। শেষবার বিধানসভা ভোটে কংগ্রেসের হয়ে জয়লাভ করেন অল্পেশ। কিন্তু অল্প সময়ের মধ্যেই দল ছেড়ে দেন। বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন। বিজেপির হয়ে এবার অবশ্য এগিয়েই রয়েছেন তিনি। প্রসঙ্গত, ১৮২ বিধানসভা আসনের গুজরাটে এই মুহূর্তে ১০১টি আসন রয়েছে বিজেপির। যেই ব্যবধান আগামী সময়ে কমে যেতে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।