নিজস্ব সংবাদদাতা,হরিহরপাড়া,মুশির্দাবাদ:- মুর্শিদাবাদের হরিহর পাড়া থানা এলাকার হূমাই পুরের প্রদীপ ডাঙ্গা এলাকায় গাড়ি থামিয়ে টাকা আমতে পাঠানোর সময় দৃষ্কৃতিদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন তৃণমূলের অঞ্চল সভাপতি সফিইল হাসান। কিছু দুস্কৃত এসে হুমায়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতিকে গুলি করে খুন করলেন।
মৃত ব্যক্তিসফিউল হাসান।
স্থানীয় সূত্রে জানা যায় তিনি ব্যক্তি গত কাজে বাড়ি থেকে বেড়িয়েছিলে হুমায়পুর গ্রামের প্রদীপ ডাঙ্গা মোড়ে তাকে গাড়ি থেকে নামিয়ে প্রথমে বোম মারে ও পরে মাথায় ও বুকে গুলি করে ঘটনা স্থানে মৃত হয় সফিউল হাসানের । তার স্ত্রী বর্তমানে প্রধান আছেন।ঘটনা স্থানে হরিহর পাড়া থানা র বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এলাকায় ও পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।