সমস্ত অনুষ্ঠান বাতিল করল বিজেপি হরিয়ানার ভোটে ফল খারাপ তাই

Spread the love

ওয়েব ডেস্ক, চন্ডীগড়: হরিয়ানাতে প্রবল ধাক্কা বিজেপির। প্রশ্নের মুখে পড়েছে দলের রণকৌশল। এই অবস্থায় জরুরি বৈঠকে হারিয়ানার মুখ্যমন্ত্রী মনোহার লাল খাট্টারকে তলব করেছে বিজেপি নেতৃত্ব। অমিত শাহ, জে পি নাড্ডার উপস্থিতিতে এই জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

অন্যদিকে পূর্বপরিকল্পিত সমস্ত বৈঠক বাতিল করে দিয়েছেন অমিত শাহ। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের দাবি, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তবে সেই অনুষ্ঠান বাতিল করেছেন শাহ। মূলত ভোটের এই ফলাফল দেখার পরেই সমস্ত অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন নাকি বিজেপির সর্বভারতীয় সভাপতি।

অন্যদিকে বিজেপির সহ-সভাপতি বিনয় সহস্রবুদ্ধের কথায়, ”কেন এমনটা হল, তার হদিশ পেতে আমরা আত্মবিশ্লেষণ করব।’ এদিকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত রাজ্য়ের ৯০টি আসনের মধ্যে ৩৬টিতে এগিয়ে রয়েছে বিজেপি, আর ৩২টিতে কংগ্রেস। তবে সবাইকে চমকে দিয়ে কিং মেকারের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছে জননায়ক জনতা পার্টি। তারা এগিয়ে ১১টি আসনে। হরিয়ানায় বিজেপির লক্ষ্য ছিল ৭৫ আসনে জয়।

শেষ পর্যন্ত সংখ্যায় কিছু অদলবদল ঘটলেও লক্ষ্যের যে ধারেকাছে পৌঁছনো যাচ্ছে না, তা এখনই স্পষ্ট। এরপরই রাদজ্য়এর নির্বাচনের দায়িত্বে থাকা তথা হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে এই অবস্থায় জননায়ক জনতা পার্টি চিফ চৌতালার কাছে পৌঁছেছে মুখ্যমন্ত্রী পদের অফার। বিজেপিকে রুখতে মুখ্যমন্ত্রী পদও কংগ্রেস ছাড়তে তৈরি বলে ইতিমধ্যে জনতা পার্টি প্রধানকে কংগ্রেসের তরফে জানানো হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে এখনই কিছু ভাবতে রাজি নন তিনি।

সৌজন্য:- কলকাতা 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.