হরিয়ানার মুখ্যমন্ত্রী খট্টের বিতর্কিত মন্তব্য ‘এবার তো আমরা কাশ্মীরের মেয়ে নিয়ে আসতে পারব’ সমালোচনা গোটা দেশ জুড়ে

Spread the love

অয়ন বাংলা ,ওয়েব ডেস্ক:- আবারোও বিতর্কিত মন্তব্য হরিয়ানার মূর্খ না মূখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ,নামেই যার পরিচয় পাওয়া যায় ,রুচিশীল মানসিকতার ।সেই পারে এই রকম মন্তব্য করতে “‘এবার তো আমরা কাশ্মীরের মেয়ে নিয়ে আসতে পারব’! মুখ্যমন্ত্রী খট্টের বয়ানে হতবাক দেশ, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ হওয়ার পর থেকেই একটি মজার রসিকতা চোখে পড়ছে সোশ্যাল সাইটে। অনেকেই লিখছেন, এবার নাকি জম্মু কাশ্মীরের মেয়েদের সঙ্গে আরামেই বিয়ে করা যাবে। উপত্যকার মেয়রা কেমন দেখতে তা নিয়েও আগ্রহের শেষ নেই নেটিজেনদের মনে। ইতিমধ্যেই ‘জম্মু কাশ্মীরি গার্লস’ গুগল সার্চে ট্রেন্ড করতে শুরু করেছে। কিন্তু হরিয়ানার বিজেপি মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর সম্ভবত একটু বেশিই গুরুত্ব দিয়ে ফেলেছেন সেই রসিকতায়। এই বিষয়ে মন্তব্য করে বিতর্ক ছড়িয়েছেন তিনি।

৩৭০ এর বিলুপ্তি এবং কাশ্মীরি মেয়েদের নিয়ে মন্তব্য করে নিন্দা কুড়িয়ে নিচ্ছেন মনোহর লাল খট্টর। ফতেহবাদে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ওই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লঞ্চ করা ‘বেটি পড়াও বেটি বাঁচাও’-এর সাফল্য নিয়েই আলোচনা করার সময় আলটপকা কথা বলেন মনোহর। তিনি বলেন, ‘আগে বিহার থেকে বউ আসত, এবার আমরা কাশ্মীর থেকে মেয়ে নিয়ে আসব।’ স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক ছড়ায়। অনেকে তাঁর এহেন মন্তব্যের নিন্দাও করেছেন।

খট্টর আরও বলেন, ‘আমাদের মন্ত্রী ওপি ধানকড় আমায় আগে বলতেন, যে তাঁকে নাকি বিহার থেকে নিজের পুত্রবধু নিয়ে আসতে হবে। কিন্তু লোকজন আজকাল বলছে যে কাশ্মীরের রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে এবং এবার আমরা কাশ্মীর থেকে মেয়ে নিয়ে আসতে পারব।’ রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও খট্টরের এহেন বয়ানে ভ্রূ কুঁচকেছেন অনেকেই। নিন্দায় সরবও হয়েছে বিভিন্ন মহল। কারণ ৩৭০ ধারা বিলোপের মাধ্যমে জম্মু কাশ্মীরের বিশেষাধিক হরণ হয়েছে। সেই কারণে বেশ কিছু মর্যাদাও হারিয়েছে ওই রাজ্য। এহেন অবস্থায় খট্টরের এই বয়ান নিন্দিত হচ্ছে সর্বমহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.