পদত্যাগ করলেন তৃণমূল বিধায়ক বেচারাম মান্না, শুক্রবার সিঙ্গুরে গণ-পদত্যাগের হুঁশিয়ারি তার অনুগামীদের
পরিমল কর্মকার (কলকাতা) : সিঙ্গুরের তৃণমুল বিধায়ক তথা মাষ্টারমশাই রবীন্দ্র নাথ ভট্টাচার্যের সঙ্গে বিরোধের জেরে শেষপর্যন্ত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিধানসভায় গিয়ে স্পিকারের হাতে পদত্যাগপত্র তুলে দিয়ে, বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন হারিপালের তৃনমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্না। শুক্রবার (১৩ নভেম্বর) বেচারাম মান্নার অনুগামী নেতা ও কর্মীরাও সিঙ্গুরে গণ-পদত্যাগ করবেন বলে দলকে হুঁশিয়ারি দিয়েছেন তার অনুগামীরা। তবে বিষয়টিকে নজরে রেখেছে তৃণমুলের উচ্চ পর্যায়ের নেতৃত্ব।
বৃহস্পতিবার দুপুরে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে যান। কেন পদত্যাগ? এ ব্যাপারে জানতে বেচারাম মান্নাকে ফোন করা হয়েছিল। কিন্তু তিনি ফোন ধরেননি। তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন, বুধবার রাতের পর থেকে কান্নায় ভেঙে পড়েছেন সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা। বাইরের কারও ফোন ও.উনি ধরছেন না।
প্রসঙ্গত: হুগলী জেলা তৃণমূলে সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্র নাথ ভট্টাচার্যের সঙ্গে হরিপালের বিধায়ক বেচারাম মান্নার গোষ্ঠীকোন্দল দীর্ঘদিনের। সম্প্রতি দলের ব্লক সভাপতির নির্বাচন ঘিরে সেই সংঘাত চরমে পৌঁছয়। এনিয়ে প্রকাশ্যে মুখ খুলে দল ছাড়বেন বলে হুশিয়ারিও দেন রবীন্দ্রনাথ বাবু। বেচারামের ঘনিষ্ঠরা জানান, এজন্য বুধবার রাতে বেচারামবাবুকে ফোন করে ধমক দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপরেই বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে তার পদত্যাগপত্র তুলে দিয়েছেন বেচারাম মান্না। এজন্য শুক্রবার তার অনুগামীরা গণ-পদত্যাগের মাধ্যমে তৃনমূল ছাড়ছেন বলে সূত্রের খবর। এইসঙ্গেই সিঙ্গুর কৃষক আন্দোলনের অন্যতম নেতা বেচারাম মান্না বিজেপিতে যোগদানের একটা ইঙ্গিতও দিলেন বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।