ওয়েবডেস্ক: ৯০ আসনের হরিয়ানা বিধানসভা৷ সেখানে নির্বাচনে বিজেপির লক্ষ্য ছিল ‘মিশন ৭৫’৷ অর্থাত ৭৫ টি আসন গেরুয়া শিবিরের দখলে থাকার স্বপ্ন দেখেছিল বিজেপি৷ তবে তা হল কোথায়৷ ৫০ গণ্ডিও পেরোতে পারল না খট্টরের দল৷ যার জেরে এবার আঞ্চলিক দল গুলির সমর্থন নিয়ে সরকার গড়ার পথে এগোচ্ছে কংগ্রেস৷
হরিয়ানায় ভোট গণনায় ৪০ টি আসন পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি৷ এদিকে কংগ্রেসের দখলে থাকা আসন সংখ্যা এ মূহুর্তে ৩২৷ পাশাপাশি জেজেপি ১০টি আসন তাদের দখলে রেখেছে৷ অন্যদিকে কংগ্রেসের পাশে জেজেপি থেকে ভোট পরবর্তী জোট গঠন হতে পারে ইঙ্গিত মিলেছে ইতিমধ্যেই৷ যদি তা হয় তাহলে হরিয়ানায় সরকার গড়বে কংগ্রেসই৷ যার জেরে বলা যায় কার্যত বিজেপির হাত থেকে হরিয়ানাকে ছিনিয়ে নিতে চলেছে বিজেপি৷
সাংবাদিক বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা স্পষ্ট করে দিয়েছে, ‘এটা বিজেপি বিরোধী জনাদেশ, বিরোধীদের একত্রিত করে সরকার গঠন করব’। জানা গিয়েছে ইতিমধ্যেই ৩ নির্দল বিধায়ক পাশে রয়েছে কংগ্রেসের৷ রাজ্যের আট মন্ত্রী পিছিয়ে রয়েছে ভোটের ফলাফলে৷ হেরে গিয়েছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী যোগেশ্বর দত্তও৷