আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে সম্প্রীতি ও সচেতনতা সভা মুর্শিদাবাদের বড়ঞায়
আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে সম্প্রীতি ও সচেতনতা সভা মুর্শিদাবাদের বড়ঞায়
নিজস্ব সংবাদদাতা,বড়ঞা:- আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইমাম, পুরোহিত ও পুলিশের উদ্যোগে সম্প্রীতি এবং সচেতনতা সভা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের কনফারেন্স হলে।
অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন উদ্যোগে এবং বড়ঞা ব্লক প্রশাসনেরর সহযোগিতায়
বড়ঞা বিডিও অফিস সভাকক্ষ আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে সম্প্রীতি এবং সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত১৮ ডিসেম্বর জাতীয় সংখ্যালঘু অধিকার দিবস হিসাবে মনোনীত, ভারত তথা বিশ্বজুড়ে এইদিনটি বিশেষ তাৎপর্য ও গুরুত্ব বহন করে। এদিন সংখ্যালঘু নিরাপত্তাসহ নারীদের অধিকার এবং বাল্যবিবাহ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন কান্দির এসডিপিও শাসরেক আম্বেদকর, বড়ঞা থানার ওসি অতনু দাস, বিডিও গোবিন্দ দাস, অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন রাজ্য সম্পাদক নিজামুদ্দীন বিশ্বাস, বঙ্গীয় পুরোহিত সমাজের পক্ষ থেকে প্রদীপ চক্রবর্তী, অসিত হালদার, পাঁচথুপি কলেজের প্রিন্সিপাল সোমা মুখার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সাম্প্রতিক সময় ঘটে চলা ওপার বাংলার বিভিন্ন ঘটনা ও আমাদের রাজ্য ও এই জেলায় বাল্যবিবাহ রোদের উদ্দেশ্যে একাধিক সচেতনতামূলক বার্তা প্রদান করা হয় এদিনের এই অনুষ্ঠান থেকে পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় চলা বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য থেকে দূরে থাকার আবেদন জানান প্রশাসনিক আধিকারিকেরা।
এ বিষয়ে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন রাজ্য সম্পাদক নিজামুদ্দীন বিশ্বাস
“বিশ্বের সমস্ত সংখ্যালঘুদের নিরাপত্তা, সুরক্ষা, সমঅধিকার, জান মালের হেফাজত করতে হবে সংশ্লিষ্ট দেশের সরকারকে। বাংলাদেশসহ ভারতেও সাখালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।”