হঠাৎ স্বপ্নভঙ্গ //
নাজমুস সায়াদাত
অনেক চেষ্টার ফলশ্রুতিতে
আজ আমি অবগতর
কানে শুনেছি,
আমার শব্দকুচির পাতা নাকি
সর্বসাধারণের হৃদয় আঙিনায়
সাড়া জোগাতে অপারগ,
তাই বিনা বাক্যব্যায়েই আমি
কবুল করি
আমি এক ব্যর্থ শব্দচাষা।
রেসগ্রাউন্ডের ধূসর রাস্তা বেয়ে
কলম দৌড়ের ঘোঁড়া হাঁকিয়ে,
ক্রান্তির যে চিরাগী কেতন
আনবো ভেবেছিনু;
আজ দেখছি সেটা শুধুমাত্র
একটা যৌবনি উদ্দিপনা বৈ
অন্য কিছুই নয়।
তাই আজ ব্যর্থতার মহাকাশে
হাড়ে হাড়ে টের পাচ্ছি,
ক্রান্তি কলমের অবগাহনে
সম্ভবপর নয়।
বরং ক্রান্তি আপনা
থেকেই স্যারেন্ডার করে নিজেকে,
জাতির চৈতন্যে
অমাবস্যার জোনাক জ্বললে।