করোনা’য় মৃত্যু বেহালার ১২০ নম্বর ওয়ার্ডে
পরিমল কর্মকার (কলকাতা) : করোনা’য় আক্রান্ত হয়ে সোমবার মৃত্যু হলো দেবাশীষ দে (৬৫) নামের এক ব্যক্তির। তিনি বেহালা থানা এলাকায় ১২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নফর চন্দ্র দাস রোডের বাসিন্দা। জানা গিয়েছে, দেবাশীষবাবু এক সময় স্থানীয় ত্রিশক্তি সংঘ ক্লাবের সম্পাদক ছিলেন।
তার পারিবারিক সূত্রে জানানো হয়, নিমুনিয়া উপসর্গ নিয়ে গত বুধবার দেবাশীষবাবুকে নিউআলিপুরে বি পি পোদ্দার হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রীও কিছুটা অসুস্থ বোধ করায়, একইসঙ্গে তাকেও ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছিল।
হাসপাতালে ভর্তির পরই দুজনেরই লালারস পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়। গত কয়েকদিন ধরেই দেবাশীষবাবুর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। তাকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। সোমবার ভোরেই হাসপাতাল থেকে তাঁর বাড়ির লোককে জানানো হয় রাত দেড়টা নাগাদ মৃত্যু হয়েছে দেবাশীষবাবুর। তার মৃতদেহ ভিডিও করে পরিবারের সদস্যদের দেখানোও হয়।
তবে করোনা’য় মৃত্যু বলে বাড়ির কোনও লোককে মৃতদেহ দেখার অনুমতি দেওয়া হয়নি বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। জানা গিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় মৃত দেহের সৎকার করা হবে। তবে পরিবারের কোনও লোককে সেখানে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, করোনা আবহে বেহালার একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত ১২০ নম্বর ওয়ার্ডে করোনা’য় আক্রান্ত হয়ে এই প্রথম এক মর্মান্তিক মৃত্যু ঘটলো। করোনা’য় মৃত্যুর কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা হলেও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে।