ওয়েব ডেস্ক :- বেশ কয়েকবছর আগে এই রকম ভাবে মদ খাওয়ার প্রতিবাদ করায় খুন হতে হয়েছিল । আবার বাড়ির সামনে মদ ও জুয়ার আসর বসানোর প্রতিবাদ করায় গুলি করে খুন করার অভিযোগ এক ব্যক্তিকে। মঙ্গলবার গভীর রাতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জর গাজিনগর এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম আনিকুল ইসলাম(৫০)। জখম হয়েছেন আনিকুল ইসলামের এক ছেলে শহিদুল ইসলাম। তাকে গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ইতোমধ্যেই চারজনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
জানা গিয়েছে, ধূলিয়ান পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাজিনগর এলাকার বাসিন্দা পেশায় শ্রমিক ঠিকাদার আনিকুল ইসলাম। নিত্যদিন তার বাড়ির পাশে আমবাগানে মদ ও জুয়ার আসর বসাত স্থানীয় কয়েকজন দুষ্কৃত ব্যক্তি।
মঙ্গলবার সন্ধ্যায় মদ ও জুয়ার আসর বসার প্রতিবাদ জানান আনিকুল ইসলাম। ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় কয়েকজন দুস্কৃতি আনিকুলের বাড়িতে চড়াও হয়। দরজায় ধাক্কার শব্দে ঘরের দরজা খুলতেই হাসুয়ার কোপ ও গুলি মেরে দুস্কৃতিরা। সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আনিকুল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বাবাকে বাঁচাতে এসে গুলিবিদ্ধ হন তার ছেলে শহিদুল ইসলাম। জঙ্গিপুরের এসপি ওয়াই রঘুবংশী জানান, ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।