আবার আগুন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে উদ্ধারকাজ চলছে
নিজস্ব সংবাদদাতা অয়ন বাংলা বহরমপুর:- আবারো খবরের শিরোনামে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ। আজ সকাল এগারোটা নাগাত আগুন আতঙ্ক গ্রাস করে মেডিকেল চত্ত্বরকে।
আজ সকালেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজস্থিত পাঁচতলায় ওপিডি বিভাগে আগুন লেগে যায়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এমন টাই জানা গেছে।
সকালে সিলিং ফ্যান থেকে ধোঁয়া বের হতে দেখেই হুড়োহুড়ি শুরু হয় হাসপাতাল চত্ত্বরে।
হুড়োহুড়ি করে নীচে নামতে গিয়ে পদপিষ্ট হন প্রায় ১৫ জন৷ ৫-৬জনের অবস্থা আশঙ্কাজনক৷ এরমধ্যে বেশ কয়েকজন শিশু ও মহিলা রয়েছেন৷ শোনা যায় এক শিশুর মৃত্যর খবর।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। সাথে সাথে বহরমপুর থানার পুলিশও হাজির হন। এখনও উত্তেজনা রয়েছে হাসপাতাল চত্বরে বলে জানা গেছে।
বিগত বছরগুলিতে বেশ কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ মেডিকাল কলেজে কার্যত প্রশ্ন উঠে আসছে অগ্নিনির্বাপক ব্যাবস্থা ও হাসপাতাল কর্তৃপক্ষের উপর।