অয়ন বাংলা ,নিউজ ডেস্ক:- ক্রমশ বাড়ছে তাপ মাত্রা ,বাড়ছে মৃত্যুর মিছিল ।বাংলায় হাঁস ফাঁস তাপমাত্রা বাড়ছে ,দেখা নেই বৃষ্টির । দেশজুড়ে তীব্র গরম হাওয়া ,বাড়ছে তাপমাত্রা । বিহার ব্যতিক্রম নয়৷ ইতিমধ্যে দেশজুড়ে অসহ্য গরম কেড়ে নিয়েছে ৭০ এর বেশি প্রাণ৷ তারমধ্যে শুধু বিহারেই একদিনে ৪৪ জন গরমে মারা গিয়েছে৷ গুরুতর অসুস্থ শতাধিক মানুষ৷ এদের মধ্যে বৃদ্ধ ও শিশুর সংখ্যা বেশি৷চলতি মরশুমে বিহারের তাপমাত্রা বিগত ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি৷ বিহারে কোনও কোনও জায়গায় তাপমাত্রা ৫০ ডিগ্রির কাছাকাছি৷ গয়ায় তাপমাত্রা ৪৫.২ ডিগ্রি৷ শনিবার থেকে রবিবারের মধ্যে তীব্র তাপপ্রবাহে শুধু দয়ায় ২০ জন মারা গিয়েছে৷
ভাগলপুরে ৪১.৫ ডিগ্রি চলছে তাপমাত্রা৷ তাছাড়া পাটনা, ঔরঙ্গবাদ, নওয়াদা, পুর্নিয়া সহ প্রায় পুরো বিহারে চলছে তীব্র তাপপ্রবাহ৷ ঔরঙ্গবাদে ২২ ও নওয়াদায় ২ জন এই গরমে মারা গিয়েছে৷বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এত মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন৷ সেইসঙ্গে তিনি মৃতদের পরিবার পিছু ক্ষতিপূরণ হিলাবে ৪ লক্ষ টাকা দিচ্ছেন৷ আহতদের বিনা পয়সায় সুশ্রূষার নির্দেশ দিয়েছেন৷ গয়া, ঔরঙ্গবাদ ও নওয়াদা জেলার প্রশাসনকে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন৷ রাজ্যের সাস্থ্যমন্ত্রকের কাজ তিনি নিজে সরেজমিন করে দেছেন৷ ১৯ জুন পর্যন্ত গরমের জন্য রাজ্যের সব স্কুল বন্ধ আছে৷এনকেফেলাইটিসে বিহারে মৃতের সংখ্যা ৮৮ হয়েছে৷ বাড়ছে মৃত্যু মিছিল৷ রীতিমতো মহামারির চেহারা নিয়েছে এনকেফেলাইটিস৷ রাজ্যের সাস্থ্যমন্ত্রীর চোখের লামনেই এদিন এনকেফেলাইটিলে একজন মারা গিয়েছে৷ কেন্দ্রীয় সাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন নিজে বিহারে এসেছেন৷ তিনি জানান, এই মহামারি রুখতে বিহারকে কেন্দ্র সবরকম সহায়তা করবে৷এখন একটাই আশা কবে পাব বৃষ্টির দেখা ।