রিক্সাচালক ও ঠেলাচালকদের খাদ্য সামগ্রী বিতরণ বেহালায়

Spread the love

রিক্সাচালক ও ঠেলাচালকদের খাদ্য সামগ্রী বিতরণ বেহালায়

পরিমল কর্মকার কোলকাতা :- লকডাউনের যাঁতাকলে পড়ে টানা দীর্ঘদিন বন্ধের জেরে সাধারণ মানুষের জীবন জীবিকা বিপন্ন। এই পরিস্থিতিতে গরিব মানুষের অন্ন সংস্থান এখন বিপর্যয়ের মুখে। তাদের এই দুর্দিনে বৃহস্পতিবার বেহালায় রিক্সাচালক ও ঠেলাচালকদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন এ টি এইচ বি’র পক্ষ থেকে রঞ্জিতা সিনহা ও সমাজকর্মী মুন সাহা।

জানা গিয়েছে,২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বেহালা পঞ্চাননতলায় প্রায় ২০০ জন রিক্সাচালক ও ঠেলাচালককে মাথাপিছু ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পিয়াজ ও ১ প্যাকেট বিস্কুট ইত্যাদি সহায়তা করা হয়।

সমাজকর্মী মুন সাহা জানান, ইতিপূর্বে তারা উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় বহু দরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন। এছাড়াও তারা রূপান্তরকামী ও হিজরে সম্প্রদায়ের মধ্যেও খাদ্যদ্রব্য বিতরণ করেছেন। জানা গেল, তাদের এই সেবা কার্যক্রম সারা বছরই ধারাবাহিক ভাবে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.