নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা:- জি ডি চ্যারিটেবল সোসাইটি এবং আল আলাম মিশনের যৌথ প্রচেষ্টায় ভীন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ির মানুষদের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী । গোটা দেশে লকডাউন চলার ফলে ভীন রাজ্যে আটকে পড়া শ্রমিকরা তাদের নিজ বাড়ি ফিরতে পারেনি। তাই তাদের পরিবারের কথা ভেবে তাদের হাতে কিছু খাদ্য সামগ্রী এবং হ্যান্ড স্যানিটাইজার পৌছিয়ে দেওয়া হলো । পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে গিয়েছিলো, যেমন দিল্লী, মুম্বাই, কেরল সহ আরো অনেক জায়গায় । কিন্তু গোটা দেশে লকডাউন জারী হওয়ার কারনে তারা এই মুহুর্তে নিজ ভূমিতে ফিরে আসতে পারছেন না । ফলপ্রসুত ভাবে সেই সব শ্রমিকদের বাড়িতে যারা রয়েছেন তারাও খুব সমস্যার মধ্যে পড়ে রয়েছেন । তাই সেই সব না ফিরে আসতে পারা শ্রমজীবী মেহেনতী মানুষদের পরিবারের কথা চিন্তা করে আজ জি ডি চ্যারিটেবল সোসাইটি এবং রামনগর আল আলাম মিশনের যৌথ উদ্যোগে রানীনগর থানা এলাকার বেশ কিছু গ্রামে গিয়ে সেই সব পরিবারের হাতে খাদ্য সামগ্রী এবং হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয় । তুলে দিলেন আল আলাম মিশনের ডিরেক্টর মাহবুব মুর্শিদ এবং আল আলাম মিশনের প্রধান শিক্ষক আকতার হোসেন ।