সহযোগিতা সম্মান ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠান ঘিরে সাংকৃতিক অনুষ্ঠান

Spread the love

‘সহযোগিতা সম্মান ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠান ঘিরে সাংকৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা: আগরপাড়া গাঙ্গুলীপাড়াতে চারুচন্দ্র আর্ট সেন্টারে অনুষ্ঠিত হলো সহযোগিতা সম্মান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুজোর সময়ে শারদ সম্মান আয়োজন করা হয়েছিল যে সমস্ত মিডিয়া পার্টনার ,বিজ্ঞাপনদাতা,ও গুণীজনএরা পাশে ছিলেন তাদের তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই সহযোগিতার সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন জানালেন আর্ট সেন্টার এর পক্ষে ঝুমা সমাদ্দার ।অনুষ্ঠান এর শুরুতেই দুপুর ২ থেকে ৪ টে পর্যন্ত অঙ্কন প্রতিযোগিতা শুরু হয় । বিশিষ্ট গুণীজনও সমাজসেবক সম্রাট চক্রবর্তী কে সম্মানিত করা হয়, স্কুল এর পক্ষ থেকে দীপঙ্কর সমাদ্দার এর আঁকা ছবি ‘দুর্গা’ তার হাতে দিলেন আর্ট সেন্টার সম্পাদিকা ঝুমা সমাদ্দার।ছোট্ট মেয়ে অস্মিতা ঘোষ অসাধারণ সংগীত পরিবেশন করে মুগ্ধ করে, নৃত্য পরিবেশন করে তন্দ্রা মন্ডল,রাইমা কর্মকার,ঈশিকা বিশ্বাস,সংস্থিতা রায়,স্নেহা হালদার,ঋত্বিকা ঘোষ,সৃজা সরকার। বিজ্ঞাপন দাতাদের হাতেও সহযোগিতার সম্মান তুলে দেওয়া হয়, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী সুশান্ত সিকদার কে সম্মানিত করা হয় চিত্র শৈল্পী তার হাতে তুলে দিয়ে।মোট১১টি মিডিয়া পার্টনার ও ১১বিজ্ঞাপনদাতা সম্মানিত হয়েছেন।,একে একে উপস্থিত সাংবাদিকদের হাতে মিডিয়া পার্টনার এর সহযোগিতা র সম্মান তুলে দেওয়া হয়ে,নজরে বাংলা র সাংবাদিক কৌশিক সেনগুপ্ত বললেন এই ধরনের অভিনব সম্মান বেশ ভালো লাগছে,সংবাদ তিতুমীর এর সম্পাদক জানালেন আমি এই আর্ট সেন্টার কে ২১বছর চিনি,এদের সব কাজে অভিনবত্ব আমাকে ভাবিয়ে তোলে,শিল্পনীর এর পক্ষে সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য্য জানালেন আমরা অনেক জায়গাতে মিডিয়া পার্টনার হই কিন্তু এই সম্মান আমাদের কাছে সত্যি গর্বের।বিশেষ আকর্শন ছিলো রেডিও ,দুরদর্শন, বিভিন্ন টিভি চ্যানেল ও মঞ্চ এ সঙ্গীত পরিবেশ প্রখ্যাত শিল্পী মৌ সাহার অসাধারণ সঙ্গীত জনগণকে মাতোয়ারা করে দিয়েছিল । পুজোর সেরা চিত্র শিল্পী সঞ্চিতা দাস,পুজোর সেরা কবি লিটন দাস কে সম্মানিত করেন আর্ট সেন্টার এর প্রতিষ্ঠাত্রী সন্ধ্যা সমাদ্দার। সঞ্চিতা দাস নিজের হাতে আঁকা অসাধারণএকটি ছবি ‘প্লাস্টিক বর্জন ‘সন্ধ্যা সমাদ্দার কে উপহার দিলেন। প্রখ্যাত নৃত্য শিল্পী স্বপ্না আচার্য র নৃত্য মুগ্ধতায় ভরিয়ে তুলেছিল।সবশেষে অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ছাত্রছাত্রী দের হাতে তুলে দেন লিটন দাস। এক কথায় সমগ্র অনুষ্ঠান টি ছিল অনবদ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.