#সংস্কারের_অভাবে_ভেঙ্গে_পড়ছে_লালবাগের_ঐতিহাসিক_মতিঝিল_মসজিদ
ইমাম সাফী,অয়ন বাংলা:- মুর্শিদাবাদ মানেই ইতিহাসে ফিরে যাওয়া , মুর্শিদাবাদ মানেই লালবাগের হাজারদুয়ারী ,এই রকম শত শত ঐতিহ্যবাহী ইতিহাসের স্থাপত্য আজ গোটা জেলা জুড়ে কিন্তু সংস্কারের অভাবে ধূঁকছে এই স্থাপত্যগুলি। লালবাগের নতুন মতিঝিল পার্কের পাশেই রয়েজছে প্রায় ২৭০ বছরের পুরনো ঐতিহাসিক মতিঝিল মসজিদ
।১৭৫০ সালে নবাব নওয়াজেস আলী খাঁন এই মসজিদটি নির্মাণ করেন ।সুউচ্চ তিন গম্বুজ বিশিষ্ঠ এই কারুকার্যমন্ডিত এই মসজিদটির বর্তমানে বেহাল দশা ।
মসজিদটির পাশেই কোটি কোটি টাকা খরচ করে মতিঝিল পার্ক তৈরি হলেও এই ঐতিহাসিক মসজিদটি সংস্কারের অভাবে ভেঙ্গে পড়ছে । সরকারি আধিকারিকদের একাধিক বার জানিয়েও সরকার এই মসজিদটির সংস্কারে ব্যাপারে কোন উদ্যোগ গ্রহণ করেনি এমনটাই অভিযোগ এলাকাবাসীর ।মসজিদটি সরকারের অধীনে থাকায় এলাকাবাসী মসজিদটির সংস্কারে কোন উদ্যোগ গ্রহণ করতে পারেনা ।এইভাবেই মুর্শিদাবাদের একাধিক ঐতিহাসিক স্থাপত্য ধংসের মুখে । মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও সরকারের কাছে অনুরোধ অবিলম্বে এইসকল ঐতিহাসিক স্থাপত্য গুলিকে রক্ষায় উদ্যোগ গ্রহণ করেন ।