সংস্কারের অভাবে নোংরা স্তুপ হয়ে অবলুপ্তির পথে বুনিয়াদপুর এর জল ডারা
অয়ন বাংলা, রাজিবুল হক (দক্ষিণ দিনাজপুর) :- দক্ষিণপুর জেলার মধ্যমণি শহর বুনিয়াদপুর । শহরের মধ্যে দিয়েই বয়ে গেছে জল ডারা ক্যানেল। । প্রায় 7 কিলোমিটার দীর্ঘ এই খাল টি বহু বছর ধরে এলাকার মানুষের বর্ষার জল নিকাশের এক মাত্র ভরসা ছিল । অত্যন্ত গুরুত্ব পূর্ণ এই ক্যানেল টি বর্তমানে প্রশাসনের উদ্যোগে র অভাবে নোংরা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। এলাকা বাসী রা বলছেন, স্থানীয় কিছু মানুষ অবৈধ ভাবে দিনের পর দিন নিজেদের স্বার্থে ময়লা আবর্জনা ফেলে ফেলে, বর্তমানে এই ক্যানেলটি প্রায় অবলুপ্ত হতে বসেছে। বিশেষ করে ক্যারি ব্যাগ প্লাস্টিকের থালা গ্লাস এবং অন্যান্য বর্জ্য পদার্থর স্তুপে পরিণত হয়েছে বর্তমানে এই খালটি। এছাড়াও দীর্ঘদিন ধরেই এলাকায় যেকোনো মৃত গবাদিপশুর মৃত দেহ ফেলা হচ্ছে এই খালে। ফলে দিনের পর দিন দুর্গন্ধের সাথে সাথে ,জমা জল থেকে ছড়াচ্ছে ভয়াবহ দূষণ। পিচের ন্যায় কালো বর্ণ এই জল হয়ে উঠেছে বর্তমানে মশাদের আঁতুড়ঘর। বাসিন্দা দের অভিযোগ আট বছর আগে বিগত সরকারের আমলে শেষবার এই খালটি শেষবার সংস্কার করা হলেও তার পরবর্তী সময়ে বুনিয়াদপুর পৌরসভা হওয়ার পর ক্যানেল সংস্কারে পৌরসভার তরফের কোন প্রকার ব্যবস্থা নেয়া হয়নি। বর্তমানে সংস্কারের অভাবে এই জল জমির ব্যবহারের ও অযোগ্য। এলাকার বাসিন্দারা নতুন করে এই খালটি সংস্কারের দ্রুত আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে। এই বিষয়ে এলাকার কাউন্সিলর অরূপ সিংহ জানান ” বিষয়টি ইতিপূর্বে আমার জানা ছিল না এবং এলাকার কেউ আমায় এর আগে সেভাবে অভিযোগ করেননি, বিষয়টি যাতে অতি দ্রুত নিষ্পত্তি করা যায় তার জন্য অতি শীঘ্রই আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসবো”