উচ্চ মাধ্যমিক ২০২৩ ফল প্রকাশ হল,মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন ৮৭ জন।
নিউজ ডেস্ক :- উচ্চ মাধ্যমিকে ফল প্রকাশ হল। ৫৭ দিনের মাথায় এই ফল প্রকাশ। পাশের হার পাশের হার ৮৯. ২৫ শতাংশ। পাশের হার নিরিখে এগিয়ে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের পাশের হার ৯৫.৭৫ শতাংশ। মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন ৮৭ জন। এর মধ্যে হুগলি থেকেই রয়েছে ১৮ জন।
এ বছরের মেধা তালিকা :-
উচ্চ মাধ্যমিকে শুভ্রাংশু সর্দার একক ভাবে প্রথম হয়েছে। শুভ্রাংশু’র প্রাপ্ত নাম্বার ৪৯৬। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছে দুজন। সুষমা খান পেয়েছেন ৪৯৫ নাম্বার, অপর জনের নাম আবু সামা। আবুর প্রাপ্ত নাম্বার ৪৯৫। সুষমা বাঁকুড়া ও আবু সামা উত্তর দিনাজপুরের ছাত্র। ৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস।
উর্দুতে প্রথম স্থান অর্জন করেছেন মহম্মহ আশান। প্রাপ্ত নম্বর ৪৮৬। ক্যালকাটা মাদ্রাসার পড়ুয়া। নেপালির মধ্যে স্নেহা নেপাল। ৫০০ মধ্যে ৪৬৫। কালিম্পং। সাঁওতালিতে প্রথম বিবেক সোরেন, বাঁকুড়া মৌসুমি টুডু, ঝাড়গ্রাম ও সরস্বতী বাসকে।
চতুর্থ হয়েছে তিনজন। পঞ্চম হয়েছে পাঁচজন ষষ্ঠ হয়েছে ১২ জন। সপ্তম হয়েছে ১৪ জন। প্রাপ্ত নাম্বার ৪৯০। সৃজা উপাধ্যায় যাদবপুর বিদ্যাপীঠ। কলকাতায় সপ্তম হয়েছে। ৪৯২ নম্বর পঞ্চম হয়েছে ৫ জন ৪৯১ নম্বর পেয়ে ১২ জন হয়েছে ষষ্ঠ ৪৯০ নম্বর পেয়ে ১৪ জন হয়েছেন সপ্তম। ১১ জন হয়েছে অষ্টম তাদের মোট নাম্বার ৪৮৯। সায়ন প্রধান কলকাতা থেকে অষ্টম হয়েছে। স্কুলের নাম পাথ ফাইন্ডার যোধপুর পার্ক হাই স্কুল। নবম হয়েছে ১৮ জন ৪৮৮ পেয়েছে। অর্ঘ্য দাস নব নালন্দা হাই স্কুল কলকাতা থেকে নবম হয়েছে। দশম হয়েছে ১৭ জন। মোট নম্বর ৪৮৭। সব মিলিয়ে মেধা তালিকা কলকাতায় আছে তিনজন। মেধাতালিকা ছাত্রী ৪১ এবং ছাত্র ৪৬ জন। এর মধ্যে সাতজন মুসলিম।
এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪। এছর পরীক্ষার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ হল।