অয়ন বাংলা, নিউজ ডেস্কঃ- অশান্তি দিন দিন বাড়ছে। রাজ্যে পঞ্চম দফার নির্বাচনের দিন হাওড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে মারধোর করার অভিযোগ উঠলো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সোমবার এই ঘটনা ঘটে হাওড়ার বালটিকুরি অঞ্চলের মুক্তারাম স্কুলের একটি বুথে। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তার আপ্ত সহায়ক ইন্দ্রনীল বসুকেও মারধোর করা হয়েছে বলে অভিযোগ। এরপর থানায় অভিযোগ জানাতে যান তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর অনুসারে, এদিন ভোট চলাকালীন হাওড়ার বালটিকুরি অঞ্চলের একটি বুথের সামনে জটলা দেখা দেয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই জটলা সরিয়ে দিতে গেলে প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁদের বচসা বেধে যায়। এরপরই ভিড় ছত্রভঙ্গ করতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে।
এদিন কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় আহত হন বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহীনির লোকজন বিজেপিকে ভোট দেবার নির্দেশ দিচ্ছে।
এদিনের ঘটনার পর রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা অরূপ রায় জানান, কোনও সাংসদকে এভাবে বর্বরোচিতভাবে মারার ঘটনার তীব্র নিন্দা করছি। এভাবে প্রার্থী ও প্রখ্যাত প্রাক্তন ফুটবলার তাকে মারছে। এভাবে মোদি ক্ষমতায় আসতে পারবে না।
এদিন এই বুথের সামনে একসঙ্গে জটলা করে কিছু মানুষ দাঁড়িয়েছিলেন। বিষয়টি কি হচ্ছে দেখার জন্য সেইসময় প্রসূনবাবু কেন্দ্রীয় বাহিনীকে অনুরোধ করলে পাল্টা বচসা বেধে যায় তাঁর সঙ্গে। তৃণমূলের অভিযোগ, বুথে এত ভিড় কেন প্রশ্ন করায় তাঁর পরিচয় নিয়ে পাল্টা প্রশ্ন করেন জওয়ানরা৷ উত্তরে প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, তিনি হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী৷ পরিস্থিতি পরিদর্শনে বেরিয়েছেন৷ অভিযোগ, তা মানতে অস্বীকার করেন জওয়ানরা।
এরপর হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানেই লাঠিচার্জ করতে শুরু করে কেন্দ্রীয় বাহিনী। এমনকী প্রার্থী হওয়া সত্বেও প্রসূন বাবুকেও রেয়াত করা করেনি তাঁরা। এই লাঠির আঘাতেই আহত হন হাওড়া কেন্দ্রের বিদায়ী সাংসদ। কেন্দ্রীয় বাহিনী নিয়ে লকেট ও অভিযোগ করেছেন।