জ্বর ও জটিলতা না থাকলে হোম আইসোলেশনই ১০ দিন, প্রয়োজন নেই করোনা টেস্ট, জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
পরিমল কর্মকার,অয়ন বাংলা. কলকাতা : দেশে রেকর্ড সংখ্যক করোনা সংক্রমনের দিনই নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ১১ মে সোমবার এক নির্দেশিকায সরাসরি একথা জানিয়ে দেওয়া হয়েছে, জ্বর ও শারীরিক বিশেষ কোনও জটিলতা না হলে ১০ দিন হোম আইসোলেশনে থাকলেই চলবে। এজন্য হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই। হোম আইসোলেশনে রোগীর সুস্থতার লক্ষণ দেখা দিলে মোট ১৭ দিন বাড়িতে থাকলেই রোগমুক্ত হওয়া যাবে। এজন্য কোনও রকম করোনা টেস্টেরও দরকার হবেনা বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওই নির্দেশিকায় জানানো হয়।
উল্লেখ্য, ইতিপূর্বে কারোর সামান্য সর্দি, কাশি, জ্বর ইত্যাদি হলেই তার করোনা সংক্রমণ হয়েছে কিনা জানার জন্য কোভিদ ১৯ টেস্ট করাটা বাধ্যতামূলক হয়ে পড়েছিল। সামান্য সর্দি কাশি, কিংবা জ্বর নিয়ে চিকিৎসকের কাছে গেলেই এই পরীক্ষা নিরীক্ষাগুলো অবশ্যম্ভাবী ছিল। শুধু তাই নয়, সর্দি, কাশি, জ্বর ইত্যাদি হলেই ওই রোগীকে সন্দেহজনক করোনা রোগী বলে বলপূর্বক ভাবে হসপিটালে আইসলেশনে পাঠিয়ে দিত পুলিশ। আর তার বাড়ি “সিল” করে বাড়ির সদস্যদেরও রাজারহাট কোয়ারেন্টাইনে পাঠানো হতো। তাই শারীরিক অসুস্থতায়ও অধিকাংশ মানুষই চিকিৎসকের কাছে যেতে ভয় পেতেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই নির্দেশিকার পর রোগীরা অনেকটাই বল ভরসা পাবেন বলে ধারণা অধিকাংশ মানুষের।
এব্যাপারে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, কোনও মানুষের করোনা উপসর্গ মনে হলে তিনি বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করাতে পারবেন। এছাড়া আই এম সি আর অনুমোদিত যে কোনও ল্যাব থেকে কোবিদ ১৯ টেস্টও করাতে পারবেন। এজন্য হসপিটালে ভর্তি না হলেও চলবে। তবে করোনা পজিটিভ রিপোর্ট এলে রোগীকে অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যে গাইড লাইন দিয়েছে সেটা মেনে চললেই হবে।”