আবার অসুস্থ হয়ে AIIMS-এ ভর্তি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Spread the love

ওয়েব ডেস্ক:- কিছুদিন আগে সুস্থ হয়ে বাড়ী ফেরার পর আবার অসুস্থ হলেন। ফের অসুস্থ হয়ে দিল্লির এইমস-এ ভর্তি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাত ১১টা নাগাদ হাসপাতালে ভর্তি হন বলে জানা গিয়েছে। টাইমস অব ইন্ডিয়া সূত্রে খবর, প্রবল শ্বাসকষ্ট হওয়ায় তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয়। এই মুহূর্তে এইমস-এর  সিএন টাওয়ারে রয়েছেন তিনি। সাধারণত, ভিভিআইদের চিকিত্সার জন্য পরিচিত এই সিএন টাওয়ার।
সূত্রের আরও খবর, এইমস-এর অধিকর্তা ডাঃ রণদীপ গুলেরিয়ার তত্ত্ববধানের চিকিত্সা চলছে স্বরাষ্ট্রমন্ত্রীর। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে, হাসপাতাল তরফে এখন পর্যন্ত কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করেনি। উল্লেখ্য গত দু’সপ্তাহ আগেই এইমস থেকে ছাড়া পেয়েছিলেন অমিত শাহ।

গত ২ অগস্ট করোনায় আক্রান্ত হন অমিত শাহ। গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। দু’সপ্তাহ চিকিত্সার পর তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। সে কথা নিজেই টুইটে জানিয়েছিলেন। সে সময় বেসরকারি হাসপাতালের পাশপাশি সর্বক্ষণে নজরে রেখেছিল এইমস-এর চিকিত্সকদের একটি দল। এরপর বাড়িতেই হোম আইসোলেশনে ছিলেন তিনি।

গত ১৮ অগস্ট অসুস্থ বোধ করায় সরাসরি এইমস-এ ভর্তি করানো হয়। কোমর্বিডিটি থাকায় সেখানেই করোনা পরবর্তী চিকিত্সা চলে গত দুসপ্তাহ ধরে। স্বরাষ্ট্রমন্ত্রকের যাবতীয় কাজকর্ম অমিত শাহ হাসপাতাল থেকেই সারছিলেন বলে জানা যায়।

এই নিয়ে তিনবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্বরাষ্ট্র মন্ত্রী  অমিত শাহ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.