ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা ডায়াগনস্টিক_সেন্টারগুলোর_ভুলভাল_রিপোর্ট_করে_মানুষের_হয়রানি_আর_রক্তশোষণ_আর_কতদিন?
পাঠকের কলাম :- প্রায় একমাস ধরে বাম হাতের বুড়ো আঙুলের জয়েন্টে ব্যথা নিয়ে রঘুনাথগঞ্জের এক অর্থোপেডিক সার্জনের শরণাপন্ন হই। দেখানোর সময় বলি, মাঝেমধ্যে হাঁটুতেও ব্যথা হচ্ছে…। ডাক্তারবাবু কয়েকটি রক্তপরীক্ষা করার উপদেশ দেন।
সেই অনুযায়ী ২৬/০৯/২০২০ তারিখে আমি রঘুনাথগঞ্জের মাইক্রন ‘ডায়াগনস্টিকে’ রক্তপরীক্ষা করাই। রিপোর্টে দেখা যায়,
Anti CCP Antibody-র মান 62.90 AU/ml ( Negative : < 10 AU/ml, Positive : > 10 AU/ml) এবং
Rheumatoid Factor Quantitative-র মান 21.8 IU/ml ( Reference Normal Value < or = 20 IU/ml)।
অর্থাৎ ওদের রিপোর্ট অনুযায়ী আমার Rheumatoid Arthritis Positive হয়ে গেছে।
স্বভাবতই একটু ভয় পেয়ে পাশের আশাদীপ নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টারে ২৮/০৯/২০২০ তারিখে পুনরায় রক্তপরীক্ষা করাই। এদের পরীক্ষায়,
Anti CCP Antibody-র মান 1.24 IU/ml (Reference Cut off Values : 6 IU/ml) এবং
Rheumatoid Factor Quantitative-র মান 5.9 IU/ml (Reference Interval < or = 14 IU/ml)। অর্থাৎ আশাদীপের পরীক্ষায় আমার Rheumatoid Arthritis Negative এসেছে।
দুটো রিপোর্টই আমি ২৯/০৯/২০২০ তারিখে ডাক্তারবাবুকে দেখালে উনি বেশ অবাক হয়ে যান। উনি বলেন, “তাহলে আমি কোন রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা করবো?” এরপরে উনি ওই দুই ডায়াগনস্টিক সেন্টারে নিজেই ফোনে যোগাযোগ করেন ও বিস্তারিত আলোচনা করেন। আমি নিজেও আশাদীপে যোগাযোগ করি। ওরা পরেরদিন আবার রক্ত সংগ্রহের জন্য ডাকে।
আমি যথারীতি ৩০/০৯/২০২০ তারিখে মাত্র ১০ মিনিটের ব্যবধানে রক্ত দিই। আশাদীপ বলে, ওরা নিজেরা যেমন টেস্ট করবে, তেমনি থার্ড পার্টির ল্যাবেও পাঠাবে। মাইক্রন বলে, “দেখা যাক আজকের রিপোর্টে কী আসে।”
গত ০২/১০/২০২০ তারিখে রক্তরিপোর্ট আনতে গিয়ে দেখি, মাইক্রনের পরীক্ষায়,
Anti CCP Antibody-র মান 67.14 AU/ml ( Negative : < 10 AU/ml, Positive : > 10 AU/ml) এবং
Rheumatoid Factor Quantitative-র মান 21.9 IU/ml ( Reference Normal Value < or = 20 IU/ml)। অর্থাৎ, ওদের রিপোর্ট অনুযায়ী এবারেও আমার Rheumatoid Arthritis Positive দেখাচ্ছে এবং মানও বেশি।
এরপরে আশাদীপের রিপোর্টে দেখি,
Anti CCP Antibody-র মান 1.40 IU/ml (Reference Cut off Values : 6 IU/ml) এবং
Rheumatoid Factor Quantitative-র মান 11.4 IU/ml (Reference Interval < or = 14 IU/ml)। অর্থাৎ আশাদীপের পরীক্ষায় আমার Rheumatoid Arthritis আবারও Negative এসেছে।
এমনকি আশাদীপ আমার রক্ত নিয়ে কোলকাতার Zeno Type Diagnostic Centre এ রিপোর্ট করায়। সেখানে
Anti CCP Antibody-র মান 28 IU/ml এবং
Rheumatoid Factor Quantitative-র মান 6.3 IU/ml
Zeno Type-র পরীক্ষায় আমার Rheumatoid Arthritis Negativeই এসেছে। (ওদের রিপোর্ট আমার কাছে নেই। আশাদীপের কাছে আছে।)
এখানেই শেষ নয়, এরপর আমি একই রিপোর্ট করাই M.L. Jain Diagnocare, Berhampore এ। ওদের পরীক্ষা অনুযায়ী,
Anti CCP Antibody-র মান 0.5 U/ml ( Negative : < 5.0 U/ml, Positive : > 5.0 U/ml) এবং
Rheumatoid Factor এর মান 10.0 IU/ml (<18) অর্থাৎ এদের রিপোর্টেও আমার Rheumatoid Arthritis Negative।
যাইহোক গত ০৫/১০/২০২০ মাইক্রন থেকে আমাকে আবারও ব্লাড দেবার কথা বলে। সেখানে যোগাযোগ করলে বলে, আমার সংরক্ষিত সিরাম টেস্ট করে ওরা নাকি #নেগেটিভ পেয়েছে। তাই ফ্রেশ ব্লাড দিয়ে টেস্ট করতে চায়। ওরা ওদের বহরমপুর ল্যাবে টেস্ট করাবে বলে। সে অনুযায়ী গত ০৬/১০/২০২০ আবারও রক্ত দিই। এবারে ওরা যেটা দেখাচ্ছে,
Anti CCP Antibody এর মান 39.7 AU/ml অর্থাৎ Positive এবং
Rheumatoid Arthritis এর মান 5.1 IU/ml অর্থাৎ Negative।
এরপরে ০৯/১০/২০২০ তারিখে ডাক্তারকে সমস্ত রিপোর্ট দেখালে উনি বলেন, সবাই নেগেটিভ বললেও একজন বারবার পজিটিভ দেখাচ্ছে বলে সন্দেহ থেকেই যায়। তাই উনি পশ্চিমবঙ্গের সেরা ল্যাব ‘ত্রিবেদী & রায় ডায়াগনস্টিক ল্যাবরেটরি’তে পরীক্ষা করার পরামর্শ দেন। সেখানে ১২/১০/২০২০ তারিখে আমার রক্ত রিপোর্ট দেখায়
Anti CCP Antibody-র মান 1.7 U/ml ( Negative : < 5.0 U/ml, Positive : > 5.0 U/ml) এবং
Rheumatoid Factor এর মান <20 IU/ml
অর্থাৎ, ত্রিবেদী & রায় এ আমার রিপোর্ট #নেগেটিভই আসে।
এরপরে ডাক্তারবাবু মাইক্রনের রিপোর্ট প্রত্যাখ্যান করেন।
একটু সচেতন ও সচ্ছল হওয়ায় এতগুলো পরীক্ষা অর্থব্যয় করে নাহয় করলাম । কিন্তু অনেক মানুষ আছেন, যাদের এই সামান্য পরীক্ষা করানোর অর্থ সংগ্রহ করতে হিমসিম খেয়ে যান। একটা পরীক্ষা করেই ভুল চিকিৎসার শিকার হিয়ে আজীবন পঙ্গুত্ব লাভ করেন অথবা মৃত্যুমুখে পতিত হন। এর দায় কে নেবে?
রাইহানুল হক
রঘুনাথগঞ্জ .মুর্শিদাবাদ
১৫/১০/২০২০