নিউজ ডেস্ক:- গোটা দেশ জুড়ে চলছে লকডাউন,হাজারে হাজারে পরিযায়ী শ্রমিক অবরুদ্ধ মাথায় ছাদ নেই,পেটে খাবার নেই ।এক অসহণীয় জীবন যাপন চলছে পরিযায়ী শ্রমিকদের। দেশজোড়া লকডাউন প্রথম দফা পেরিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দফা। এখনও একই ভাবে অসহায় ভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছে ভিন রাজ্য থেকে কাজের সন্ধানে আসা শ্রমিকের দল। একদিন খাবার জোটে তো তিন দিন জোটে না। করোনা এদের কী মারবে? এরা তো এমনিই এক একজন জিন্দা লাশ।
যমুনার ধারে গাছের নীচে বসেছিলেন ৬০ বছরের রমেশ কুমার। ঠিকমতো খাবার জুটেছিল শনিবার। তারপর থেকে পেটে আর কিছু পরেনি বললেই চলে। ক্ষিদের চোটে ভালো করে কথাই বলতে পারলেন না তিনি। আধুনিক উন্নত ভারতের ছবিকে নিষ্ঠুর ভাবে ব্যাঙ্গ করে যমুনার ধারে সেতুর নীচে গা ঘেঁসাঘেঁসি করে বসে আছেন কয়েকশো শ্রমিক।
এদের অনেকেরই গায়ে ধূম জ্বর, রয়েছে সর্দি-কাশিও। কিন্তু কোথায় এদের করোনা পরীক্ষা হবে? এরা সামাজিক দূরত্ব বজায় রাখবে না কি কোনওমতে একটু খাবারের জোগাড়ের চেষ্টা করবে! এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি যে হাতের বাইরে বেরিয়ে যাবে সে তো বোঝাই যাচ্ছে।
এই রকম দৃশ্য গোটা দেশ জুড়ে।দূ বেলা দু মুঠো খাবার জোটে না তাদের। মাথায় ছাদ টুকও নেই ।কবে ঘরে ফিরবে এই আশায় দিন গুনছে তারা ।