টাকা আদায়-কে কেন্দ্র করে পঞ্চায়েত সদস্যার স্বামী খুন সালারের কাগ্রামে,
২ জনকে গ্রেপ্তার করল সালার থানার পুলিশ
স্বপন কারিকর,
সালার, মুর্শিদাবাদ:-
ভর সন্ধ্যায় ছুরির আঘাতে খুন হলেন পঞ্চায়েত সদস্যার স্বামী। নাম টগর সেখ। মুর্শিদাবাদের সালার থানার কাগ্রামের বহড়া গ্রামে টাকা আদায় করতে গেছিলেন টগর সেখ। তার বাড়ি কাগ্রামের ঢালীপাড়ায়। কাগ্রাম গ্রাম পঞ্চায়েত সদস্য রুপালি বিবির স্বামী সে।
পাশের গ্রাম বহড়ায় টাকা আদায় করতে গেলে প্রথমে হাতাহাতি শুরু হয়। এরপরে পাড়ার ভেতরেই ছুরি মেরে খুন করা হয় তাকে।
সালার থানার পুলিশ দু’জনকে আটক করেছে।
মুশিদাবাদ জেলার সালারে খুন তৃণমূল নেতা
মুর্শিদাবাদের সালারে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী খুন উত্তপ্ত সালারের বহরগ্রাম ।আজ সন্ধ্যায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তার ওপর হামলা চালায় এবং পঞ্চায়েত সদস্যার স্বামী খুন হন । মৃত ব্যাক্তির নাম টগর সেখ । ধারালো অস্ত্র ও বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় । এরপরে ক্ষিপ্ত জনতা অভিযুক্তর বাড়িতে ভাঙচুর চালায় , ঘটনাস্থলে পৌঁছেছে সালার থানার পুলিশ । পুলিশ পিকেট বসানো হয়েছে ।