ওয়েব ডেস্ক :- কৃষি আইন বাতিলের দাবিতে এবার সংসদ ভবন পর্যন্ত মিছিল ও ঘেরাও করে বিক্ষোভের ডাক দিয়েছে বিক্ষোভকারী কৃষক সংগঠনগুলো। মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রজাতন্ত্র দিবস উপলক্ষে লক্ষাধিক ট্রাক্টর নিয়ে কৃষকদের মিছিল পুলিশের সমস্ত বাঁধা উপেক্ষা করে পৌঁছেছে দিল্লির লালকেল্লায়।এদিন মিছিল চলাকালীন এক কৃষকের মৃত্যু পর্যন্ত হয়। যা নিয়ে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে কৌতূহল।
বিশ্বের বৃহত্তম কৃষক বিক্ষোভের দিন হিসেবে প্রজাতন্ত্র দিবসের দিকে চোখ রেখেছে জাতীয় আন্তর্জাতিক মহল। সারা ভারত কৃষকসভা, ভারতীয় কিষান ইউনিয়ন সহ ৫০০টি কৃষক সংগঠন এবার কৃষি আইন তুলে নেওয়ার জন্য সরকারের উপর আরও চাপ দিতে মরিয়া হয়ে উঠেছে।
ক্রান্তিকারী কিষান ইউনিয়নের নেতা দর্শন পাল সিং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারকে কৃষি আইন বাতিল করতেই হবে। না হলে সংসদ ভবনের দিকে অভিযান শুরু হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই অভিযানের অংশ হিসেবে কৃষকরা দিল্লির চারদিক থেকে ঢুকতে শুরু করবে।