ইমাম ,মুয়াজ্জিনদের নিয়ে সাগরদিঘিতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার এনআরসি বিরোধী সভা

Spread the love

ইমাম ,মুয়াজ্জিনদের নিয়ে সাগরদিঘিতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার এনআরসি বিরোধী সভা

অয়নবাংলা: পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে দেশব্যাপী চলছে এনআরসি,সিএএ ,এনপিআর বিরোধী প্রচারাভিযান ।১ই জানুয়ারি হইতে ১৭ ই ফেব্রুয়ারি পর্যন্ত ৪৭ দিন ব্যাপী এই প্রচারাভিযান চলবে গোটা দেশজুড়ে ।এই প্রচারাভিযান উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে পপুলার ফ্রন্টের পক্ষ থেকে ।মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় এই প্রচারাভিযান লক্ষ্য করা যাচ্ছে ।এই প্রচারাভিযানের অংশ হিসাবে মুর্শিদাবাদের সাগরদীঘিরর কাবিল পুর অঞ্চলে ইমাম মুয়াজ্জিন দের নিয়ে একটি সভার আয়োজন করা হয় ।উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্টের রাজ্য সাধারণ সম্পাদক ডক্টর মিনারুল সাহেব ,অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের রাজ্য সভাপতি মৌলানা আব্দুত তাওয়াব সাহেব ,মৌলানা উবাইদুল্লাহ নুরী সাহেব ,মোঃ জাইসুদ্দিন , বিটু সেখ ,আসমাউল ইসলাম প্রমুখ ।
উক্ত সভায় ডক্টর মিনারুল শেখ বলেন বর্তমান দেশের সরকার দেশের অর্থনীতি চাঙ্গা করতে দারুণভাবে ব্যর্থ হয়েছে I দেশে একের পর এক কল-কারখানা বন্ধ হচ্ছে, জিডিপির হার নিম্নমুখী, কৃষক আত্মহত্যা করছে, পুঁজিপতিরা দেশের কোটি কোটি টাকা নিয়ে বিদেশে পালাচ্ছে, বেকারত্ব বেড়েই চলেছে.. এই সব থেকে দেশের নাগরিকদের দৃষ্টি ঘোরাতে মোদি সরকার এর নতুন অস্ত্র হিসাবে NRC, NPR ও CAA এর ব্যবহার করছে I দেশের অন্যতম সামাজিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ধর্মের ভিত্তিতে সৃষ্টিকারী কালাকানুন প্রত্যাখ্যান না করা পর্যন্ত আন্দোলন চালানোর আহ্বান জানাচ্ছে I
আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে ইমাম-মুয়াজ্জিনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছেI
অন্যদিকে মুর্শিদাবাদের লালগোলা ও ইসলামপুরে এনআরসি বিরোধী সেমিনারের আয়োজন করা হয় ।লালগোলার এমএন একাডেমির সভায় উপস্থিত ছিলেন বন্দি মুক্তি কমিটির রাজ্য কমিটির সম্পাদক ছোটন দাস ,পপুলার ফ্রন্টের রাজ্য সহ সভাপতি আসাদুল্লাহ ,জঙ্গিপুর মহকুমা সভাপতি আব্দুর রহমান , এসডিপিআই এর লালগোলা ব্লক সভাপতি খায়রুল আলম ,আমিনুল ইসলাম প্রমুখ । ইসলামপুরের সভায় উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্টের ডোমকল মহকুমা সভাপতি হাকিকুল ইসলাম ,বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর জাহারুল হক ,সাহের আলম সহ অন্যান্যরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.