১২ দফা দাবিতে প.ব. আদিবাসী ও লোক শিল্পী সংঘের উদ্যোগে বীরভূম সহ বিভিন্ন জেলায় জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা.বীরভূম:- পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোক শিল্পী সংঘের বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে আজ ২৫ সেপ্টেম্বর বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বীরভূম জেলা সমাহর্তার কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।
লোক শিল্পীদের পরিচয় পত্র ও ভাতা প্রদানে সরলিকরণ, বিভিন্ন লোক শিল্পীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা, লোকো শিল্পী দলগুলিকে সরকারি লোকপ্রসার প্রকল্পে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়া, সরকারি বাসে ও ট্রেনে শিল্পীদের বিনা খরচে যাতায়াত এমন ১২ দফা দাবি নিয়ে আজ স্মারকলিপি জমা দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এইসব শিল্পীরা জেলা সদরে জমায়েত হন।
পশ্চিমবঙ্গ আদিবাসী লোক শিল্পী সংঘ এদিন সারা রাজ্য জুড়ে প্রতিটি জেলায় জেলাশাসকের অফিসে স্মারকলিপি জমা দিয়েছেন বলে জানান বীরভূম জেলা কমিটির সভাপতি শীতল বাউরী।
কপি:-
পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোক শিল্পী সংঘ
বীরভূম জেলা কমিটি, সিউড়ী, বীরভূম
বিষয়: লোকশিল্পীদের ডেপুটেশন
প্রতি,
মাননীয় তথ্য ও সংস্কৃতি আধিকারিক
বীরভূম জেলা
সিউড়ি,বীরভূম
লোকশিল্পীদের ডেপুটেশন
মাননীয় মহাশয়
পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে নিম্ন লিখিত দাবী গুলি আপনার নিকট পেশ রাখছি। বাংলার লোক শিল্পের ঐতিহ্যময় ধারাকে অক্ষুন্ন রাখতে আমাদের দাবিগুলো সহানুভূতির সাথে বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করে বাধিত করবেন।
ধন্যবাদান্তে
পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ
বীরভূম জেলা কমিটি, সিউড়ী, বীরভূম ,
২৫ সেপ্টেম্বর, ২০২৪
দাবি সমূহ:
১.লোকশিল্পীদের পরিচয় পত্র ও ভাতা দেওয়ার ক্ষেত্রে জটিলতা কমিয়ে সরলীকরণ করতে হবে।
২.সরকারিভাবে পরিচয়পত্র ভাতা দেওয়ার আগে নির্দিস্ট বিধি অনুযায়ী বহুল প্রচারিত কোন দৈনিক কাগজে গভমেন্ট নোটিফিকেশন দিতে হবে।
৩.অডিশনের সময় আঙ্গিক অনুযায়ী দক্ষ বিচারক রাখতে হবে।
৪. সরকারি ব্যবস্থাপনায় লুপ্তপ্রায় লোকআঙ্গিক গুলির কর্মশালা আয়োজন করতে হবে।
৫. যথাযোগ্য অনুসন্ধানপূর্বক মাঝপথে বন্ধ হয়ে যাওয়া লোকো শিল্পীদের ভাতা পুনরায় চালু করতে হবে।
৬. লোকশিল্পের সাথে সংশ্লিষ্ট বাদ্যযন্ত্র,পোশাক ও নির্মাণকারী শিল্পী ও কারিগরদিগকে কে লোকশিল্পী ভাতার আওতায় আনতে হবে।
৭. মহিলা লোকশিল্পী সহ সমস্ত নারী কর্মীকে নিজ নিজ কর্মক্ষেত্র তথা অফিস আদালতে, হাসপাতালে, রাস্তায় -ঘাটে, বাসে ট্রেনে এবং অনুষ্ঠান মঞ্চে যথোপযুক্ত নিরাপত্তা প্রদান করতে হবে।
৮. নির্দিষ্ট নিয়ম মেনে লোকশিল্পী দলগুলিকে লোকপ্রসার প্রকল্পে সরকারি অনুষ্ঠান দিতে হবে।
৯.বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে দুঃস্থ লোকশিল্পীদের যুক্ত করতে হবে।
১০.বাসে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে লোকশিল্পীদের ভাড়ায় ছাড় দিতে হবে।
১১.দ্রুত আর জি কর হাসপাতালে ধর্ষিত ও খুন হয়ে যাওয়া তিলোত্তমার বিচার চাই।
১২.বর্ধমানের ছাত্রী প্রিয়াংকা হাঁসদা খুনের বিচার চাই।