বেহালায় এক সাক্ষাৎকারে দলত্যাগীদের বেইমান বলে মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়
পরিমল কর্মকার (কলকাতা) : একসময় যাদের নাম কেউ কোনোদিন জানতো না, এমনকি রাজনীতিতে তাদের হাতেখড়িই হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এখন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় বড় হুংকার ছাড়ছেন। তৃণমূল নেত্রীই তাদের নেতা-মন্ত্রী বানিয়েছেন, অথচ সেই চুনোপুটিরাই এখন ক্ষমতার দম্ভে বেইমানি করে দলত্যাগ করছেন, এমনই মন্তব্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।
মঙ্গলবার (৯ মার্চ) বেহালা ম্যান্টনে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর বিধায়ক কার্যালয়ের সামনে এই প্রতিবেদককে (সাংবাদিককে) এক ব্যক্তিগত সাক্ষাৎকারে একথা জানান। তিনি বলেন, “এখন যেসব সুবিধা ভোগীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, আগামী ২ মে’র পর রাজনীতির অঙ্গনে তাদের আর অস্তিত্ব থাকবে কিনা এনিয়ে সংশয় রয়েছে।”