ভবানীপুর উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থী দিচ্ছে না ঘোষণা প্রদেশ সভাপতির।
নিজস্ব সংবাদদাতা :- বহরমপুরের মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রার্থী দেওয়া হচ্ছে না। সাংবাদিক বৈঠকে এদিন অধীর রঞ্জন চৌধুরী জানান গতকাল প্রদেশ কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী একটি বৈঠক করেন সেই বৈঠকে প্রদেশ কংগ্রেস নেতৃত্বদের ভিন্নমত ছিল ভবানীপুর উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী দেওয়া নিয়ে সেইসব মত জাতীয় কংগ্রেস নেতৃত্বকে অধীর রঞ্জন চৌধুরী জানানোর পর জাতীয় কংগ্রেস নেতৃত্ব প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কে নির্দেশ দেন ভবানীপুর বিধানসভা উপ নির্বাচনে প্রার্থী না দেবার জন্য। অধীর রঞ্জন চৌধুরী এদিন সাংবাদিক বৈঠকে খোলসা করে বলেন যদি ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস কোন প্রার্থী ঘোষণা করে তাহলে সম্প্রদায়িক বিজেপির অনেকটা সুবিধা হবে, কংগ্রেস কোনভাবেই বিজেপির সুবিধা করবে না তাই মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস নেতৃত্ব।